বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারত বলেই সেরা খেলার প্রেরনা পাচ্ছেন তামীম

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী : পোর্ট অব স্পেনে জহির খানকে লং অনের ওপর দিয়ে ছক্কাটির কথা মনে পড়লে এখনো নিজের কাছেই বিশ্বাস হয় না তামীম ইকবালের। ১৮ বছর পূর্ণ হতে তখনো বাকি ৩ দিন, এমন এক পুঁচকের সাহসটা এতো? তাও আবার জহির খানের মতো সময়ের সেরা পেস বোলারকে ডাউন দ্য উইকেটে ছক্কার শটটি নিল কিভাবে? এক ওভারে এক্সট্রা কভার এবং পয়েন্ট দিয়ে ২টি বাউন্ডারিতে এক অর্থে থাপ্পড়ই মেরেছে ছেলেটি, তাতেই অবিশ্বাস্য কিছু’র স্বপ্ন দেখা শুরু এবং তামীমের ৫৩ বলে ৫১ রানের ওই ইনিংসেই বিশ্বকাপ থেকে বিদায় ভারতের!
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি ভারতের বিপক্ষে উদাপন করেছেন বলেই এই প্রতিপক্ষকে পেলে একটু বেশিই চাঙ্গা থাকেন এই বাঁ হাতি ওপেনার। টেস্ট,ওয়ানডেÑদুই ভার্সনের ক্রিকেটে তামীমের পরিসংখ্যানও বলছে সে কথাই।  ভারতের বিপক্ষে ৩ টেস্টে ১ সেঞ্চুরি, ১ ফিফটি, গড়টাও ঈর্ষণীয় (৫৩.৮০)। ওয়ানডেতে সেখানে প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে ১৭ ম্যাচে ৬ ফিফটি। আছে ভারতের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ২ বার তার ব্যাক টু ব্যাক ফিফটি। ভারতের বিপক্ষে ৬ ফিফটির তিনটিকে আবার রূপ দিতে পেরেছেন ম্যাচ উইনিং ইনিংসে। ত্রিনিদাদে ২০০৭ বিশ্বকাপে ৫১, মিরপুরে ২০১২ সালে এশিয়া কাপে ৭০’র পর গত বছর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একই ভেন্যুতে ৬০Ñতামীমের ব্যাটিংয়ে হেসেছে বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের প্রথম দু’শ রানের পার্টনারশিপে অবদান তামীমের এবং সেখানেও প্রতিপক্ষ ভারত। ভারতের বিপক্ষে খেলতে এসে নিজের সেরাটা খেলার দেয়ার তাগিদটা অন্যদের মতো তামীমেরও অনুভুত হয়, তা জানিয়েছেন এই বাঁ হাতি ওপেনারÑ‘ভারত শক্তিশালী একটি দল। তাদের সঙ্গে খেলতে এসে তাই  ভিন্ন ধরেন অনুভুতি  থাকাটাই স্বাভাবিক।’
৬ তারিখে প্রিয় ভেন্যু শের-ই-বাংলা স্টেডিয়ামে ট্রফি’র লড়াইয়ে প্রিয় প্রতিপক্ষ ভারতকে পাচ্ছেন তামীম।  তবে অতীত স্মৃতি রোমন্থনে নিজের ভাবনার পরিধি সীমাবদ্ধ রাখার পক্ষপাতি নন তামীমÑ‘ভারতের বিপক্ষে আগে মোটামুটি কিছু ভাল ইনিংস খেলেছি। ওইসব  স্মৃতি তো অবশ্যই মনে পড়বে। প্রতিপক্ষ যতোই শক্তিশালী হোক না কেনো, আমরা যদি আমাদের মতো খেলি, তাহলে আমরা যে কোনো দলকেই হারাতে পারি। যা আমরা প্রমাণ করেছি। ভারতের সর্বশেষ সিরিজে তাদেরকে আমরা হারিয়েছি।  কিন্তু এগুলো অতীত। রবিবার কিন্তু  নতুন একটি  দিন। শূন্য থেকেই শুরু করতে হবে।  সেরাটা দেয়ার চেষ্টা করবো।  যাতে দল উপকৃত হয়, তেমন পরিকল্পিত ক্রিকেট খেলতে চাই।  আমরা যদি ভুল কম করি, তাহলে ভালো সম্ভাবনা আছে।’
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ‘থ্রি’তে ৯ ম্যাচে ২৯৮ রান (গড় ৩৭.২৫), পাকিস্তান সুপার লীগে (পিএসএল)  সেখানে ৬ ম্যাচে ২৬৭ (গড় ৬৬.৭৫)। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে ফর্মের তুঙ্গেই আছেন তামীম। এশিয়া কাপে খেলা থেকে বিরত থাকতে চেয়ে ঢাকায় ফিরতে হয়েছে বাধ্য হয়ে।  ২ দিনের নবজাতক পুত্রসন্তানকে রেখে ব্যাংকক থেকে ঢাকায় এসে তাই নিজেকে চেনাতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে থেমেছেন ৭ রানে। তার কারনটাও বলেছেনÑ‘শেষ ম্যাচে একটু বেশি নার্ভাস ছিলাম, ১০-১২ দিনের গ্যাপ থাকার পর  ওখান থেকে এসে খেলাটা একটু কঠিন।  তবে ফাইনালের আগে ২-৩টি অনুশীলন সেশন পাচ্ছি।  আমার  জন্য ভালই হয়েছে।  টি-২০ ফরম্যাটে সম্প্রতি যেভাবে সফল হয়েছি, চেষ্টা করবো সেভাবে নিজেকে এগিয়ে নিতে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওই দিনটি আমার হবে।’
অভিজ্ঞ নেহরার সঙ্গে বুমরা, হারদিক পান্ডেÑ ভারতের পেস ত্রয়ী  এশিয়া কাপে ভয়ংকর হয়ে উঠেছে। এই তিনজনকে নিয়েই গবেষনা হচ্ছে বাংলাদেশ শিবিরে, তাদেরকে খেলার কৌশলটাও শেখাচ্ছেন কোচ হাতুরুসিংহে। তবে বুমরাকে নিয়ে একটু বেশিই সতর্ক থাকতে হচ্ছে তামীমকেÑ‘বিশেষ কোন একজনের নাম বলবো না।  তারা প্রত্যেকেই ভালো বোলার। বুমরার বিষয়ে কথা হয়েছে। ওর বোলিং টিভিতেও দেখি। যতোটা সম্ভব আমি হোমওয়ার্ক করছি ওকে নিয়ে। দেখা যাক কী হয়। ভারতের সবাই দূর্দান্ত ব্যাটসম্যান। আমরা আমাদের নিয়েই ভাবছি। একটি খারাপ বল পেলে তার সদ্বব্যবহার আর ভালো বল হলে তাকে সমীহ করতে হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
anamul ৫ মার্চ, ২০১৬, ৪:৩০ পিএম says : 0
সাবাস তামিম এগিয়ে জাও
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন