শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বিজেমে ‘টিভি সংবাদ উপস্থাপনা কোর্স’-এর সনদ বিতরণ

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) পরিচালিত ‘টিভি সংবাদ উপস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান গত মঙ্গলবার ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন জার্মানির সভাপতি এবং অল ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া। প্রধান অতিথি তার ভাষণে বলেন, সংবাদ উপস্থাপনা কোর্সের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম তাদের উপস্থাপনা দক্ষতার এবং সৃষ্টিশীলতার উন্নয়ন সাধন করতে পারে। বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিসট্যান্ট চিফ এবং এটিএন বাংলার সিনিয়র সংবাদ উপস্থাপক তামান্না মৌ, ওয়েলকাম বাংলাদেশ-এর সিইও এবং ওয়ার্ল্ড ভ্যাকেশন ক্লাবের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম (ডাল্টন জহির)। অনুষ্ঠানে টেলিভিশনে কর্মরত বিজেমের কয়েকজন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসে সমৃদ্ধ উক্ত কোর্সটি পরিচালনা করেন বিভিন্ন টেলিভিশনের খ্যাতিমান সংবাদ উপস্থাপক ও উচ্চারণ বিশেষজ্ঞগণ। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ২৪ জন নারী শিক্ষার্থীসহ মোট ৪৩ জন শিক্ষার্থী কোর্সটিতে অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন