যে দিকেই যাই নিজকে হারাই কারা যেন ডাকেআমার সোনার বাটি তো
ছায়ার পেছনে হাঁটি না তো আমি
মায়ার পেছনে হাঁটি না
পায়ের তলায় ঘাসের নরম
দেশটা শীতলপাটি না।
যে দিকেই যাই নিজকে হারাই
কারা যেন ডাকে, ছলনা?
তবু যেতে হবে জয়ে-পরাভবে
সত্য কথাটি বলো না।
কতদূর আর প্রভাব বেলার
আমাকে সাক্ষী মানিবে
আমি তো কবিতা নিজেরই ছবি যা
রেখেছি হৃদয়ে জানিবে।
এখন দেখছি তাপে-উত্তাপে
গেছে উদ্ভিদ শুকিয়ে
মনের ভেতর জলের শব্দ
কীভাবে রাখব লুকিয়ে?
ঝরুক বৃষ্টি ঝাপসা দৃষ্টি
বাংলাদেশেরই মাটি তো
হাত দিয়ে ঘাঁটি লাগে পরিপাটি
আমার সোনার বাটি তো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন