পল দা মানের দুনিয়া
কাঁপানো তত্ত্ব
পল দা মানের নাম আজ বিশ্ব সাহিত্যে হিরক কণার মতো জ্বলছে। জাঁক দেরিদার সঙ্গে তিনি ‘ডিকনস্ট্রকশন’ নিয়ে কাজ করেছেন। বলা হয়ে থাকে তিনি যা লিখেছেন তা তার আত্ম জীবনী নির্ভর। তিনি ছিলেন অসাধারণ প্রতিভাবান মানুষ। তার ভক্ত সংখ্যা বিপুল। নিন্দুকের সংখ্যাও বিপুল। বলা যায় নারীরদের সংঘ তিনি প্রায় সমগ্র জীবন এরিয়ে গেছেন। নিজের সময় খরচ করেছেন পড়াশুনা, শিক্ষকতা এবং ছাত্রদের জন্য। পল দা মানের ব্যক্তি তত্ত¡ যে কোনো পাঠক কে স্তম্ভিত করবে এবং যা দুনিয়া কাঁপানো। যেমন-” আমি যা সত্য নয়, মিথ্যাকে সত্য বানিয়ে হার্ভার্ডের ডিগ্রি বাগিয়েছি। আমার মতো যারা অতিরিক্ত উক্তি করে, যা নির্ঘাত সত্য। শেলী- কীটস- রবীন্দ্রনাথও। নকল কথাকে শুদ্ধ অনুভ‚তি হিসেবে দেখিয়েছে; আমি এত দুষ্কর্ম, অন্যায়, অপরাধ করেও ইয়েলের শীর্ষ সম্মান পাওয়া মানুষ। দু’বৃত্ত হয়েও দয়ালু হিসেবে খ্যাতি। বিখ্যাত চাচাকে নিজের জন্মদাতা ‘বাপ’ বলে চালিয়ে দিয়ে র্হাভার্ডের সকল কে বুঝাতে সক্ষম হয়েছি। স্ত্রী-সন্তানকে বাদ দেওয়ার পরও আমি অনুতাপ হীন, ক্ষমতাবান, খ্যাতিবান, সফল।”
বা জা রে ন তু ন ব ই
সাত হাজার বছরের বাঙালি ও
পনরো’শো বছরের বাংলাদেশ
সাত হাজার বছরের বাঙালী ও পনরো’শো বছরের বাংলাদেশ
: মাহমুদুল হাসান নিজামী
প্রথম প্রকাশ: ফেব্রæয়ারি ২০১৭
বঙ্গজ প্রকাশন, ৩৮/৪ বাংলাবাজার
মূল্য: ২৫০ টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন