শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

‘হ্যারিকেনে’ বিধ্বস্ত লেস্টার

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১১:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক
চেলসিকে টপকে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয় করতে না পারলেও এবারের আসরে তারুণ্য নির্ভর দল নিয়ে রীতিমত আলোড়ন সৃষ্টি করেছেন টোটেনহ্যামের কোচ মরিসিও পোচেত্তিনো। এই দলটিতেই আলোকিত ভবিষ্যৎ দেখতে শুরু করেছেন দলের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন নিজেও। যিনি চলতি আসরে ২৬ গোল করার মাধ্যমে সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে নিয়ে গোল্ডেন বুটের অপেক্ষায় প্রহর গুণতে শুরু করেছেন। ২৪ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এভারটনের রোমেলু লুকাকু। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের আলেক্সিস সানচেসের গোল ২৩টি।
গেলপরশু রাতে লেস্টার সিটিকে একাই গুঁড়িয়ে দিয়েছেন, কেইন একাই হ্যাটট্রিকসহ করেছেন চার গোল। এই নিয়ে প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে এটি তার ৫ম হ্যাটট্রিক। জ্বলে ওঠেন দক্ষিণ কোরিয়ান সন হিউং-মিনও। এই দুই জনের অসাধারণ নৈপুণ্যে গতবারের চ্যাম্পিয়নদের ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার।
গত শুক্রবার ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলে চেলসি। আর রোববার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোয় দ্বিতীয় স্থান নিশ্চিত হয় টটেনহ্যামের। তাই লেস্টারের বিপক্ষে ম্যাচটি অতিথি দলের জন্য তেমন গুরুত্বপূর্ণ ছিল না।
আগে থেকেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থান নিশ্চিত করে নেয়া টোটেনহ্যাম গতকাল মূলত নিজেদের পয়েন্ট বাড়ানোর দিকেই বেশী মনোযোগী ছিল। পাশাপাশি শিরোপা জয়ে ব্যর্থতার ঝালটিও তারা তুলেছে আগের মৌসুমের চ্যাম্পিয়ন লিস্টার সিটির বিপক্ষে গোল উৎসবের মাধ্যমে।
শুরু থেকে লিস্টিার সিটিকে চেপে ধরা টোটেনহ্যাম প্রথম গোলের দেখাটি পেয়েছে ম্যাচের ২৫তম মিনিটে। কোরীয় সতীর্থ হেয়াং মিন সনের যোগান থেকে গোল করে টোটেনহ্যামকে এগিয়ে দেন কেন (১-০)। ম্যাচের ৩৬তম মিনিটে দিল আলীর সহায়তায় নিজেই গোল করেন দক্ষিণ কোরিয়ার সুপার স্টার সন। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় টোটেনহ্যাম।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে গত আসরের চ্যাম্পিয়নরা। সফলও হয় ৫৯তম মিনিটে। এ সময় আকস্মিকভাবে স্বাগতিক লিস্টারের হয়ে একটি গোল পরিশোধ করে দেন বেনজামিন চিলওয়েল। এতে আরো তেতে ওঠে শিরোপা হারানোর যন্ত্রণায় থাকা টোটেনহ্যাম। কয়েক মিনিটের মধ্যেই ফের গোল উৎসব শুরু করে তারা। ৪ মিনিট পরই নিজের ২য় গোলটি করে টোটেনহ্যামকে ৩-১ ব্যবধানে পৌঁছে দেন কেন। ৭১তম মিনিটে মিন সন সতীর্থ কেনের সহায়তা নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি। ম্যাচের ৮৮তম মিনিটে এবং ইনজুরি সময়ে (৯০+২) কেন পরপর আরো দুটি গোল করলে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয় টোটেনহ্যামের। সেই সঙ্গে সোনালী বুট জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যান কেন।
এই জয়ের পর টটেনহ্যামের পয়েন্ট ৩৭ ম্যাচে ৮৩। চ্যাম্পিয়ন চেলসির পয়েন্ট ৯০। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ৩৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ২ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। ৭২ পয়েন্ট নিয়ে লড়াইয়ে সবচেয়ে পিছিয়ে আর্সেন ভেঙ্গারের দল আর্সেনাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন