শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

খুলনায় সংবাদ সম্মেলন করতে এসে ফেঁসে গেলেন একটি মহল

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : দাকোপ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে এসে ফেঁসে গেলেন চালনার বাসিন্দা হরিদাস মন্ডল। একটি মহল উদ্দেশ্য প্রনোদিতভাবে সংবাদ সম্মেলনটি আয়োজন করলে রহস্য ফাঁস হয়ে যায়। সংবাদ সম্মেলনে যে জমি দখলের অভিযোগ করেছে হরিদাস মন্ডল তা সহকারী জজ ও খুলনা জেলা জজ আদালতে তিনি নিজেই পরাজিত হয়েছেন। তাছাড়া হাইকোর্টে আপিল করলে যে স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ হয় তার মেয়াদও গত ১৫ জানুয়ারী ২০১৭ তারিখে শেষ হয়েছে। সাংবাদিকদের প্রশেড়বর জবাবে হরিদাস মন্ডল স্বীকার করেন উক্ত জমি মূলত শেখ আবুল হোসেনের নামে রেজিষ্ট্রি রেকর্ড ও ভোগদখলে রয়েছে। সংবাদ সম্মেলন করতে আসা চালনার জনৈক সাব্বির হোসেন জানান, উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে পারেন এই আশংকায় আওয়ামীলীগ থেকে বহিস্কৃত একটি মহল তাকে হেয় প্রতিপনড়ব করার জন্য হরিপদকে দিয়ে বিভ্রান্তিকর সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। উল্লেখ্য, সাংবাদিকদের প্রশড়ববানে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন হরিদাস মন্ডল। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন