সোনাতেও মরচে পড়ে? তা-ও অঅবার অলিম্পিক স্বর্ণ পদকে? বিস্ময়ের ঘোর না কাটালে যেনে নিন তেমনটাই ঘটে ছে ১৩০টি পদক জয়ীদের ভাগ্যে। রিও অলিম্পিক গেমসের কৃতি খেলোয়াড়দের দেয়া সোনার মেডেলে জং ধরায় এবং কালশিটে দাগ পড়ায় নির্মাতা সংস্থা ব্রাজিলিয়ান মিন্টের কাছে ফেরত পাঠানো হয়েছে ১৩০টি স্বর্ণ পদক। গেমস শেষ হওয়ার এক বছর পূর্ণ হবার আগেই সোনার মেডেল বিজয়ীদের এমন অনাকাক্সিক্ষত বিড়ম্বনার শিকার হতে হল। অবশ্য অলিম্পিক গেমসের আয়োজকরা এ ঘটনাকে তাদের ভাষায় পুরোপুরি স্বাভাবিক হিসেবে দাবি করেছেন।
রিও অলিম্পিক গেমসের জন্য মোট সোনার ৮১২টি মেডেল তৈরি করা হয়েছিল। এছাড়া, তৈরি হয়েছিল রূপার ৮১২ এবং ব্রোঞ্জের ৮৬৪ টি মেডেল। শুধু তাই নয়, চোখ ধাঁধানো উৎসবের মধ্য দিয়ে রিও অলিম্পিক শেষ হওয়ার পর এরই মধ্যে তৈরি ব্রাজিলের ক্রীড়া কেন্দ্রগুলোও পড়ে আছে দৈন্য দশায়!
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন