শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শেখ রাসেল জাতীয় উশু

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : শেখ রাসেল জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের তাউলু ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোর। গতকাল পল্টন ময়দান সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত আসরের দ্বিতীয় দিনে তাউলু ইভেন্টে যশোর দু’টি স্বর্ণ ও একটি রৌপ্য, বিজেএমসি একটি করে সোনা ও রুপা এবং বিকেএসপি একটি স্বর্ণপদক জিতেছে। আজ প্রতিযোগিতার সমাপণী দিন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। উশু অ্যাসোসিয়েশনের সবাপতি ড. আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, চায়না বাংলা সিরাক্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা ও উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আলমগীর শাহ ভূইয়া উপস্থিত থাকবেন। এবারের জাতীয় উশুতে ৩৫টি দলের প্রায় সাড়ে তিনশ’ প্রতিযোগি অংশ নিচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন