স্পোর্টস রিপোর্টার
পাইওনিয়র ফুটবল লিগে সহজ জয় পেয়েছে আমলিগোলা ফুটবল একাডেমী। গতকাল পল্টন ময়দানে ‘ক’ গ্রুপের খেলায় রাসেলের হ্যাটট্রিকের সুবাদে তারা ৩-০ গোলে হারায় ড্রাগন ক্রীড়া চক্রকে। বিজয়ী স্মরণীর সামরিক জাদুঘর মাঠে ‘খ’ গ্রুপের ম্যাচে গাজীপুর সিটি ফুটবল একাডেমী ২-১ গোলে হারায় ইলু স্মৃতি সংসদকে। গোলারটেক ঈদগাহ খেলার মাঠে ‘গ’ গ্রুপের খেলায় জয় পায় মঞ্জু ফুটবল একাডেমী। তারা ২-১ গোলে হারায় নোয়াখালী ফুটবল একাডেমীকে। তবে বাসাবো মাঠে ‘ঘ’ গ্রুপের খেলায় উত্তরা রিক্রিয়েশন ক্লাব গোলশূন্য ড্র করেছে এফসি ভ্যাম্পায়ার রিটার্নস ফুটবল একাডেমীর বিপক্ষে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন