বিশেষ সংবাদদাতা : ফাইনালের আগে গতকাল ব্যাটিং অনুশীলন করার কথা ছিল না সাকিবের। গত পরশু নেটে ব্যাটিং অনুশীলনের সময়ে বাঁ উরুরর পেশিতে চোট পাওয়ায় সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছিল এই বাঁ হাতি অল রাউন্ডারকে। তবে গতকাল অনুশীলনে নেমে চোট পেয়েছেন আর একবার। এবং সঙ্গে সঙ্গে দাঁত মুখ খিচিয়ে ব্যাথায় কাতর সাকিব শেষ করেছেন অনুশীলন। তবে সাকিবকে নিয়ে শংকার কিছুই নেই বলে জানিয়েছেন ফিজিও বায়েজিদুল ইসলামÑ‘ব্যাথাটা সে আগের দিন পেয়েছে। ফলে অনুশীলন করতে নিষেধ ছিলো। তারপরও ব্যথাটা কেমন তা বুঝতে সাকিব অনুশীলন করেছে। তবে সেটা সমান্য। সব মিলিয়ে সে ভালো আছে। পরিস্থিতি কালকের (আজ) ম্যাচ না খেলার মতো নয়। সাকিব আজ নতুন করে কোনো ব্যাথা পায়নি। আশা করছি ম্যাচের আগেই সে ফিট হয়ে যাবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন