বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

স্বাস্থ্যবান্ধব রেফ্রিজারেটর এনেছে এলজি

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নেচার ফ্রেশ প্রযুক্তি সমৃদ্ধ নতুন নো ফ্রস্ট রেফ্রিজারেটর বাজারে নিয়ে এসেছে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। এই প্রযুক্তি রেফ্রিজারেটরে শুধু শীতলতা নয় সতেজতাও নিশ্চিত করবে। আল্ট্রকুল, ময়েস্ট ব্যালেন্স ক্রিসপার, মাল্টি এয়ার ফ্লো এবং হাইজিন ফ্রেশ প্লাস বৈশিষ্ট্য সমৃদ্ধ নেচার ফ্রেশ টেকনোলজির রেফ্রিজারেটরগুলো খাবারের সর্বোচ্চ সতেজতা নিশ্চিত করে। ৪৪ হাজার ৪২৫ থেকে ৮৪ হাজার ৯০০ টাকা মূল্যের বিভিন্ন মডেলের রেফ্রিজারেটর ক্রেতারা কিনতে পারবেন। বিশেষ ফিল্টার ও ফ্যান সমৃদ্ধ হাইজিন ফ্রেশ প্লাস ফ্রিজের ভিতরের বাতাসকে শোষণ করে নেয়। শোষিত ওই বাতাস ৫ ধাপে ফিল্টার এবং ফ্যান ও টিউব হয়ে পরিশোধিত হয়ে আবার রেফ্রিজারেটরে ফেরত পাঠানো হয়। এটি ৯৯ দশমিক ৯৯৯ শতাংশ ব্যাকটেরিয়া দূর করে এবং খাবারের সর্বোচ্চ প্রাকৃতিক সতেজতা নিশ্চিত করে। আল্ট্রাকুল বৈশিষ্ট্য বিদ্যুতিক লোডশেডিংয়ের সময়ও ১০ ঘন্টা পর্যন্ত রেফ্রিজারেটরের ভেতর আদর্শ ও সর্বোচ্চ শীতল পরিবেশ বজায় রাখে। বিশেষ জেল উপাদান থাকায় এটি খাবারের পচন রোধ করে এবং প্রয়োজনীয় ঠান্ডা নিশ্চিত করে। এলজি রেফ্রিজারেটরের বহুমুখী বাতাস প্রবাহ প্রক্রিয়া ফ্রিজের ভেতরের প্রতিটি স্থান-কোনায় সর্বোচ্চ ঠান্ডা রাখার নিশ্চয়তা দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন