বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাউফলে ডাকাতির ঘটনায় আটক ২

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

বাউফল (পটুয়াখালী ) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালী জেলার বাউফল থানার কাছে বীনা জুয়েলার্স নামের একটি স্বর্নের দোকানে ডাকাতির ঘটনায় রফিকুল ইসলাম ও সোবাহান হাওলাদারকে আটক করা হয়। গত সোমবার যশোর জেলার অভয়নগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. সাঈদ জানান, অভয়নগর থানা পুলিশের সহায়তায় বাউফল থানার ওসি (তদন্ত) লুৎফর রহমানের নেতৃত্বে ৯সদস্যর একটি টীম তাদেরকে আটক করে। উল্লেখ ২৫ মার্চ রাতে বাউফল থানার কাছে কুন্ডপট্রি এলাকায় বীনা জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ৬০ ভড়ি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। দোকানের মালিক সুশান্ত সাহা বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন