শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জয় দিয়েই শেষ করতে চায় আবাহনী

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জয় দিয়েই এএফসি কাপের খেলা শেষ করতে চায় ঢাকা আবাহনী লিমিটেড ও কোলকতা মোহনবাগান ক্লাব। টুর্নামেন্টের ‘ই’ গ্রæপের শেষ ম্যাচে আজ দু’দল মুখোমুখী হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাত পৌঁনে আটটায় শুরু হবে আবাহনী-মোহবাগান ম্যাচটি।
টুর্নামেন্ট থেকে আগেই দু’দলের বিদায় নিশ্চিত হয়েছে। এখন ঢাকা আবাহনী আর কোলকাতা মোহনবাগানের লড়াইটা শুধুই আনুষ্ঠানিকতার। আবাহনী -মোহনবাগান ম্যাচ কেবল দুই বাংলার ফুটবল ঐতিহ্যের লড়াই নয়, এটি বাংলাদেশ ও ভারতের ফুটবলের শক্তিরও পরীক্ষা। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আবাহনীর ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ ও মোহনবাগানের স্থানীয় কোচ সঞ্জয় সেন নিজেদের লক্ষ্যের কথা মিডিয়াকে জানান। এ ম্যাচে সবার নজর থাকার কথা ছিলো মোহনবাগানের হাইতির ফরোয়ার্ড সনি নরদের দিকে। এক সময় যিনি ঢাকার মাঠ কাঁপিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। এ হাইতিয়ান ফরোয়ার্ড এখন মোহনবাগানের মধ্যমনি। তবে তাকে ছাড়াই ঢাকায় এসেছে কোলকাতার জায়ান্টরা। ভিসা সমস্যার কারণে সনি দলের সঙ্গে আসতে পারেননি। তবে তিনি দলে নেই বলে হাল ছেড়ে দেননি মোহনবাগান কোচ সঞ্জয় সেন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের এই কোচ।
আবাহনী কোচ দ্রাগো মামিচ বলেন, ‘মোহনবাগান শক্তিশালী দল। সনি নেই তাতে কি হয়েছে। ওদের আরো অনেক ভালো খেলোয়াড় আছেন। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। শেষ ম্যাচ হলেও আমি বলবো অনেক গুরুত্বপূর্ণ এটি। আমরা জিতেই এএফসি কাপ শেষ করতে চাই।’ কোচ সঞ্জয় সেনের কথা, ‘আমরা শেষ ম্যাচ খেলতে ঢাকায় এসেছি। জানি, এ ম্যাচের ফল কারো ভাগ্যেরই পরিবর্তন ঘটাতে পারবে না। কারণ, আমরা বাদ পড়েছি। তারপরও যারা এ ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসবেন তারা ঠিকই ভালো একটা ফুটবল ম্যাচ উপভোগ করবেন এটি বলতে পারি। আমি বলবো মোহনবাগান জয় পেতেই ঢাকায় এসেছে। আশাকরি ছেলেরা নিরাশ করবে না।’
টুর্নামেন্টে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে আবাহনী। জয় পেয়েছে এক ম্যাচে। আর মোহনবাগান তিন ম্যাচ হেরে জিতেছে দুটিতে। এ ম্যাচ জিতলেও আবাহনী পড়ে থাকবে পয়েন্ট টেবিলের তলানিতে। মোহনবাগান জয় পেলে তালিকার দ্বিতীয়স্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে তাদের। আজ একই সময় ব্যাঙ্গালুরুতে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব খেলবে ব্যাঙ্গালুরু এফসি’র বিপক্ষে। এ ম্যাচে নূন্যতম গোলে হারলেও সেরার খেতাব জিতবে মাজিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন