বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

তামাকের বিষাক্ত নিকোটিন ক্যান্সারসহ জটিল রোগের জন্ম দিচ্ছে

চট্টগ্রামে বিশ্বতামাকমুক্ত দিবসের সভায় বক্তারা

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী বলেছেন তামাক ও বিড়ি সিগারেটে রয়েছে বিষাক্ত নিকোটিন। যা মানব দেহে ক্যান্সারসহ নানা জটিল ও কঠিন রোগ-ব্যার্ধির জন্ম দিচ্ছে। গতকাল বুধবার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গনে এক বর্নাঢ্য র‌্যালী উদ্ভোধনকালে তিনি এ অভিমত ব্যাক্ত করেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি), চট্টগ্রাম সিভিল সার্জন অফিস, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল (বিবিএমএইচ), আনোয়ারা নূর নার্সিং ইনস্টিটিউট, ইপসা, যুগান্তর ও আধুনিক পতেঙ্গা শাখার যৌথ উদ্যোগে এ র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসক বলেন যে, যারা বলে ধুমপানে সৌখিনতা ও স্মার্টনেসের প্রকাশ পায় তারা আসলে নির্বোধ।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সহকারী সিভিল সার্জন ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র কেন্দ্রীয় সদস্য ডা: মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, প্রধান অতিথি ছিলেন ইউএসটিসি’র কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা: প্রণয় কুমার মজুমদার, প্রবন্ধ উপাস্থাপন করেন ইপসার কর্মকর্তা ওমর সাহেদ হিরু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের কর্মকর্তা যথাক্রমে ডা: হুমায়ুন কবির, ডা: নুরুল হায়দার, ডা: মোস্তফা মঈন উদ্দীন, আধুনিক চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র পার্সন মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন