জামিল জাহাঙ্গীরের সম্পাদনায় বাজারে এসেছে লিটল ম্যাগ নিউজ প্রিন্ট। এ সংখ্যায় স্থান পেয়েছে মোফাজ্জল হায়দার চৌধুরীর লেখা প্রবন্ধ ভাষা ও সংস্কৃতি, রঞ্জন বিশ্বাসের ঐতিহ্য বিষয়ক লেখা পালকির শিল্পকর্ম, আহমদ লিপুর বইয়ের কথায় লিখছেন ছফার বুদ্ধিবৃত্তিক প্রপঞ্চ, জাহিদুর রহিমের বিশেষ রচনা নির্বাতাস সন্ধ্যার মখমল কৌতুক, ওমর শামসের অনুবাদ জেলে ও নাবিকের গল্প। এছাড়াও নিউজ প্রিন্ট লিটল ম্যাগে রয়েছে দিলদার হোসেন, নোমান বিবাগী, গোলাম শফিক, সাদিক মোহাম্মদ, আজাদুর রহমান, বেলার হায়দার পারভেজ, মোশারফ হোসেন ভূঞা, নাভেদ আফ্রিদী, মাইন সরকার, শারদুল সজল, শহিদুল লিটন, শান্তা মারিয়া, জামিল জাহাঙ্গীরের লেখা কবিতা।
নিউজ প্রিন্ট লিটল ম্যাগ বিজ্ঞাপন ছাড়ায় চলছে। পাঠক ও লেখক মহলে বেশ সারা তুলেছে। সম্পাদকের আন্তরিকতার পরশ ফুটে ওঠছে লিটল ম্যাগে পাতায় পাতায়। অভিজিৎ সাহার প্রচ্ছদে রয়েছে নান্দনিক শিল্পের ছোঁয়া। এর ভাষা ও শব্দ চয়ন সহজ সরল। প্রিন্ট ও বাঁধাই চমৎকার। আমি বইটির উজ্জল ভবিষ্যত আশা করছি।
আবদুল্লাহ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন