রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

হা বী বু ল্লা হ সি রা জী

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম



মানুষ ও পাখি

মানুষ ও পাখির সঙ্গে
আদি থেকে কি সম্পর্ক ওঠাবসা করে ?
মানুষ কি ডানাওলা দ্বিপদ মরাল
উড়াল দিলেই পাবে পাবে সুবর্ণ সবুজ ?
কিংবা,
পাখিও কি দশটি আঙুল খোলা সচেতন জীব
শূন্যযানে ব’সে খোঁজে চাঁদের করোটি ?
মানুষ ও পাখির সঙ্গে
সৃষ্টি থেকে কি আড়াল রক্ত-মাংস এক জানে নাই ?

যদি মানি, মানুষও পাখির মতো ডাক দিতে জানে
যদি মানি, পাখিদের ভালোবাসা গ’ড়ে ওঠে মানুষের মতো
যদি মানি, ক্রিয়াকর্মে উভয়ে সমান
তবু কি সহজে কোনো অভিজ্ঞ কুমার
পাখিকে মানুষ মানে, মানুষকে পাখি ?

রক্তই সকল শক্তি যদি সত্য হয়
যদি জানি সৃষ্টির আদিতে আছে প্রাণ
তা হ’লে মানুষ ও পাখির সঙ্গে কী-ইবা প্রভেদ
যেমন মাটির সঙ্গে শুদ্ধ নীলিমার!

নক্ষত্র গ্রহের ভেদে
সর্বত্র প্রভেদ খোঁজে চতুর বিজ্ঞানী,
মানুষ ও পাখির সঙ্গে
অনায়াসে জীবতত্ববিদ
জন্ম থেকে তুলে দেয় অভেদ্য তলাম।

কিন্তু কবি
তফাৎ জানে না কোনো পাখি ও মানুষে;
চারটি চোখের ভাষা
রক্ত-মাংস ভালোবাসা, তরুণ গমন Ñ
মেন জানে না,
শ্রেণী ভাগ হ’লে পর বৃক্ষ আর পশু
        কোন্টা কোথায় পড়ে !

সৈ য় দ  মা হ মু  দ হা সা ন মু কু ট


কবিতা সৃষ্টি হয়

মনের গভীর অনুভূতি সময়ের আকুতি
কিছু একটা পুড়ে যাবার গন্ধ,
নাকে কানে মাঝে মৃদু আঘাত আনে।
সূর্য দীঘল সবুজ শাপলায়
মৃদু আলোর বিচ্ছুরণ, চাঁদের ফাকে
মায়াবী কান্নার পরীকন্যা, জলধাড়ে মিয়ে গেছে।
নীল কন্ঠ অবগাহনে
স্বপ্ন যতদূর যেতে চায়, ততোদূর আখির পলক চলে যায়
সূর্য, চাঁদের আলোর ছোঁয়া, বিস্মীত আত্মার আত্মীয়তা,
দেখা আর শনির হাওড়
গভীর করে তোলে সমাদৃত
সবুজ শাপলার অবগাহনে। জানি তুমিও মিয়ে যাবে
আধারের ছোঁয়ায় যেমনটা দিনের আলোয় চাঁদ হারায়
মানুষ হারায় অমানুষ হয়ে মনুষ্যত্ব।
সবুজ সম্ভার পৃথিবীর আলোয়
বরফময় আচ্ছাদনে আমরা সর্বময়
ঘুরে বেড়িয়ে এসেছি.......
সবুজে ঘেরা দ্বীপ্তময় আলোর সন্ধানে
শতশত যুগ ধরে বরফের দেশে ঘুরে ক্লান্ত শরীরে
অবগাহন করি সবুজ শ্যামল বাংলার প্রকৃতিতে
ফিরে মনে হয় ... স্মৃতির পাতায় ঘুণ ধরে গেছে;
শ্যাওলা কাঁদার ভিড়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন