স্পোর্টস রিপোর্টার : ২০১৭-১৮ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ৩২৭ কোটি ৩২ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর মধ্যে উন্নয়ন খাত থেকে ১০৮ কোটি ১২ লাখ টাকা এবং অনুন্নয়ন খাত থেকে ২১৯ কোটি ২০ লাখ টাকা ধরা হয়েছে। বাজেটে জাতীয় ক্রিড়া পরিষদ খাতে ৬৬ কোটি ৭ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান খাতে ৮৯ কোটি ৫ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর খাতে ১১১ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন