শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাহিত্য

হাসান নাজমুল

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

বরফ ও আগুনের নদী

বরফের নদী পার হয়ে দেখি-
সামনে একটি আগুনের নদী,
পিছনে তাকিয়ে দেখি কেউ নেই
সামনেও কেউ নেই
আমাকে একাই পাড়ি দিতে হবে
আগুনের পথ,
বরফের ছোঁয়ায় পায়ের প্রতিটি আঙ্গুল
হিম হয়ে আছে,
তবু বরফ হয়ে তো যাইনি এখনো,
তবে বুঝেছি জীবন এমনই,
এবার আগুন-নদী পাড়ি দিতে হবে
আমার বিপদে কেউ আসবে না,
ওপাড়ে যেতেই হবে
এপাড়ে থাকলে আহারও বন্ধ হয়ে যাবে।

ইদ্রিস সরকার
জীবন

শান্তি আর প্রেম প্রবাহের মতো আনন্দ
আনন্দ আর শ্রমের মতো জগতের তৃণময় সুখ
তবু কেনো মানুষেরা স্ব-ইচ্ছায় জ্বালাময়ী
সূর্যের হৃদপিÐে দু:খের লোকালয় খোঁজে
দৃশ্য থেকে অদৃশ্যে দিন থেকে দিনান্তে?
কিছু পাখি উড়ে যায় কিছু ফিরে আসে
কিছু পাখি নরকের অগ্নি প্রাসাদও
ফুটো করে ধনাঢ্য অন্তরীক্ষে ঠোঁট রাখে
পেছনে রাজহংসীর কালো চোখ থেকে
হলুদ ছন্দের মতো সবুজের ভালোবাসা
ঝরে যায় দূরে কালো ডাহুক সংসারে
মোরগ ধারালো ঠোঁটের ভেতরে হৃদয়ের মূল্যায়ন
তবু কেনো রৌদ্রের গভীর খাদে
যাত্রার বিরাট এ নোটিশ?
সময়ের পৃষ্ঠায় জীবন মানচিত্র
আর্শীতে নির্জন ছবি নিজ লোকালয়ে হাত
হাতের তালুতে ¤্রয়িমাণ ও জীবন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন