শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আরো ভালোর প্রত্যয় নিয়ে ফিরছেন মাশরাফিরা

ব্যাটিংয়ে সেরা তামিম, বোলিংয়ে মোসাদ্দেক

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল- বড় টুর্নামেন্টে বাংলাদেশ ধীরে ধীরে নিজেদের জানান দিচ্ছে। তবে শেষ পর্যন্ত পেরে উঠছে না, আইসিসির টুর্নামেন্টে নকআউট পর্বে বাংলাদেশ হার মানছে আসলে অনভিজ্ঞতার কাছে। তবে মাশরাফি বিন মর্তুজা নিশ্চিত ২০১৯ সালে এমন কিছু হবে না। বিশ্বকাপে বাংলাদেশ আরও ভালো করবে বলেই ধারণা অধিনায়কের।
গেলপরশু ব্যাটিংয়ের একপর্যায়ে মনে হচ্ছিল, বাংলাদেশের স্কোর ৩০০ ছাড়াবে। কিন্তু অনিয়মিত বোলার কেদার যাদবের দেওয়া ধাক্কা সামলাতে না পারায় মাত্র ২৬৪ রানেই সন্তুষ্ট হতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটিংয়ে এভাবে কক্ষচ্যুত হয়ে যাওয়ার ধাক্কা বাংলাদেশ বোলিং দিয়েও সামলাতে পারেনি। প্রায় ১০ ওভার বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ হেরেছে বাংলাদেশ। মাশরাফি তবু এ দল নিয়েই আশাবাদী। ২০১৯ বিশ্বকাপের সময় দল এসব ম্যাচে আরও প্রস্তুত থাকবে বলেই তাঁর দাবি, ‘২০১৯-এ আমরা আরও ভালো করব। শারীরিক দিক থেকে বলুন কিংবা স্কিল, আমরা খারাপ নই। তবে এসব ম্যাচের জন্য মানসিকভাবে আরও দৃঢ় হতে হবে। আমাদের আরও শিখতে হবে। এই তরুণেরাই আবার ফিরবে (২০১৯ বিশ্বকাপে) এবং সেবার আরও ভালো করবে। একবার মানসিকভাবে প্রস্তুত হলে, যেকোনো কিছু অর্জন সম্ভব।’
পেসার তাসকিন আহমেদও দাবি করেছেন, এ ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার অভিজ্ঞতাই সে লক্ষ্য অর্জনে সাহায্য করবে বলে ধারণা তাসকিনের, ‘আমরা প্রথমবারের মতো সেমিফাইনালে খেলেছি, এটা অনেক বড় ব্যাপার। আশা করি, ২০১৯ বিশ্বকাপে এটা অনেক কাজে দেবে। ভালো অভিজ্ঞতা হলো, প্রথমবারের মতো ইংল্যান্ডে খেললাম। বোলিংয়ে আরও অনেক কিছু যোগ করতে হবে।’
তবে যতটা ভাবা হচ্ছে , বাংলাদেশ নাকি অতটা চাপে ছিল না, ‘আমার কাছে মনে হয়নি, আমরা কেউ চাপে ছিলাম। ২০১৫ সালে যখন কোয়ার্টার ফাইনালে খেলেছি, তখন আরও বেশি চাপে ছিলাম। সে তুলনায় আজ আমরা অনেক স্বাভাবিক ছিলাম। দুর্ভাগ্যবশত রান একটু কম হয়ে গেছে।’
পুরো আসরে চার ম্যাচ খেলার সুযোগ পেয়েছে টাইগাররা। এই চার ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টের উদ্বোধণী ম্যাচে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করেন তামিম। পরের ম্যাচে আবারো সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৫ রানে বিদায় নেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচে শুন্য রানে আউট হলেও সেমিতে ভারতের বিপক্ষে হাসে তামিমের ব্যাট। ৭০ রান করেন তিনি। তাই পুরো আসরে সর্বমোট ২৯৩ রান করেছেন তিনি। টুর্নামেন্টের ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ সংগ্রহকারীদের তালিকায় তৃতীয়স্থানে আছেন তামিম। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী অসাধারণ সেঞ্চুরি করেন সাকিব। ঐ ম্যাচে ১১৪ রানের সুবাদে পুরো আসরে ১৬৮ রান করেন তিনি। তৃতীয়স্থানে আছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। পুরো আসরে সেঞ্চুরি না পেলেও দু’টি হাফ-সেঞ্চুরিতে ১৬৩ রান করেন মুশি।
ব্যাটিং অধ্যায়টা উজ্জ্বল দেখালো ঠিক ততটাই ¤øান ছিল বাংলাদেশের বোলাররা। স্বীকৃত বোলারদের সকলেই ব্যর্থ। তাই চার পেসার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের ঝুলিতে ২টি করে উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান শিকার করেছেন মাত্র ১ উইকেট। ৩ উইকেট নিয়ে এদের সবাইকে পেছনে ফেলেছেন অফ-স্পিনার মোসাদ্দেক হোসেন। তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোসাদ্দেকই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী।

বাংলাদেশের সাফল্যাঙ্ক
ব্যাটসম্যান ম্যাচ/ইনি. রান সর্বোচ্চ গড় ১০০/৫০
তামিম ইকবাল ৪/৪ ২৯৩ ১২৮ ৭৩.২৫ ১/২
সাকিব আল হাসান ৪/৪ ১৬৮ ১১৪ ৪২.০০ ১/০
মুশফিকুর রহিম ৪/৪ ১৬৩ ৭৯ ৪০.৭৫ ০/২
মাহমুদুল্লাহ রিয়াদ ৪/৪ ১৩৭ ১০২* ৬৮.৫০ ১/০
সাব্বির রহমান ৪/৪ ৫৯ ২৪ ১৪.৭৫ ০/০
সৌম্য সরকার ৪/৪ ৩৪ ২৮ ৮.৫০ ০/০
বোলার ম্যাচ/ইনি. রান উইকেট সেরা গড়
মোসাদ্দেক হোসেন ৩/৩ ৭৩ ৩ ৩/১৩ ৫.৯১
তাসকিন আহমেদ ২/২ ৯২ ২ ২/৪৩ ৬.১৩
মাশরাফি বিন মর্তুজা ৪/৪ ১৬০ ২ ১/২৯ ৪.৭০
রুবেল হোসেন ৪/৪ ১৯১ ২ ১/২১ ৬.৩৬
সাব্বির রহমান ৪/২ ২৪ ১ ১/১৩ ১১.০৭
মুস্তাফিজুর রহমান ৪/৪ ১৮৩ ১ ১/৫২ ৬.৩১

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Abdul Alim ১৭ জুন, ২০১৭, ১০:৪৪ এএম says : 0
শুভ কামনা রহিল সবার জন্য আরো ভাল হবে ইনসা আল্লাহ।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন