রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তায়কোয়ান্ডের তিন স্বর্ণ

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দ্য ওয়ার্ল্ড তায়কোয়ান্ডো হানমাডাং প্রতিযোগিতায় বাংলাদেশ তায়কোয়ান্ডো দল তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে। নেপালের পোখারায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পুমসে সিনিয়র-১ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর দিপু চাকমা, পুমসে জুনিয়র-১ ইভেন্টে সামির খান এবং জুনিয়র-২ ইভেন্টে বিজেএমসির নুরুদ্দিন হুসাইন স্বর্ণপদক জেতেন। এছাড়া পুমসে জুনিয়র-২ ইভেন্টে উসমা রিয়াজ রামিসা এবং পাওয়ার ব্রেকিং ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর মোসলেম মিয়া একটি করে ব্রোঞ্জপদক পান। তিনদিন ব্যাপী এ টুর্নামেন্টে আট দেশের প্রায় সাতশ’জন তায়কোয়ান্ডোকা অংশ নেন।
বিপুল-ইহরাম চ্যাম্পিয়ন
স্পোর্টস রিপোর্টার : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড স্বাধীনতা কাপ স্কোয়াশের অনূর্ধ্ব-১৫ বিভাগে বিপুল এবং অনূর্ধ্ব-১১ বিভাগে ইহরাম নাজাইরাত চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল গুলশান ক্লাবে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ বিভাগের ফাইনালে ঢাকা আর্মির বিপুল ৩-০ সেটে একই ক্লাবের নাজমুলকে হারিয়ে শিরোপা জেতেন। অনূর্ধ্ব-১১ বিভাগে নৌবাহিনী ক্লাবের ইহরাম নাজাইরাত ৩-২ সেটে আর্মি ক্লাবের সোহাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন