স্পোর্টস রিপোর্টার : তৃতীয় ও চতুর্থ রাউন্ডের পর বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলার আসরও বসেছে প্রকৃতীক সৌন্দর্যের লীলাভুমি কক্সবাজারে। প্রধম দিন শেষে শেখ কামাল স্টেডিয়াম ও একাডেমি দুই মাঠেই ম্যাচের চিত্র প্রায় একই। দুই মাঠেই দেখা গেছে একটি করে শতক। স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে সেঞ্চুরি পেয়েছেন রাকিবুল হাসান (১১৪) ও বিসিবি উত্তরাঞ্চলের হয়ে অপরাজিত ১২১ রানের শতক গড়েছেন জাতীয় দলের আরেক সাবেক অলক কাপালি।
দুটি শতকই দু’দলকে বেশ নিরাপদ অবস্থানে নিয়ে গেছে। প্রাইম ব্যাংক দক্ষিনাঞ্চলের বিপক্ষে রাকিবুলের ওয়ালটন মধ্যাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ২৮৯ রান। তানভির ও শরিফুল্লাহ অপরাজিত আছেন যথাক্রমে ৩৯* ও ৩৫* রান নিয়ে। ফরহাদ রেজা ও আব্দুর রাজ্জাক নেন দু’টি করে উইকেট। পাশের একাডেমি মাঠের চিত্রটাও প্রায় একই। উত্তরাঞ্চলের বিপক্ষে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। তবে দিনশেষে ৬ রানের আক্ষেপ নিশ্চয় পুড়িয়েছে কক্সবাজারেরই ছেলে ও পূর্বাঞ্চলের অধিনায়ক মোমিনুল হকেকে। ব্যক্তিগত ৯৪ রান করে ফেরেন ‘ছোটা ডন’ খ্যাত মোমিনুল। অলকের সাথে আজ ব্যাটে নামবেন মোহাম্মাদ সাইফুদ্দিন (২৮*)। উত্তরের হয়ে মাসুন হোসেন নেন ২টি উইকেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন