রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

শাহীন রেজা

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

নীলুয়া নদীর ডাক

দূরে কোথাও যাবো
দূরে আরো দূরে, নির্জন নীলুয়া নদী
তার পাশে ঘুমরঙ শালিকের ঝাঁক
নির্বিঘœ দুপুর জুড়ে নিদ্রা-হরিণ
আহা কী ব্যাকুল দিন সীমাহীন

পাহাড় ছুঁয়েছে দেহ
তার ছায়া মাটি ছেড়ে জল ছেড়ে
আকাশের মেঘ

দূরে কোথাও যাবো, দূরে আরও দূরে
ছায়া ছায়া নীলুয়া নদী
নির্জনে তার সাথে কবিতার কথা

যাবো, চলে যাবো এ শহর ছেড়ে
দূরে কোথাও আরো দূরে
নীলুয়া নদীর ডাকে কাঁপে মেঘাকাশ।

হাসান ইকবাল
কর্পোরেট কালচার

অদ্ভুত সব কালচারে ভরে গেছে সমস্ত সমাজ
যেখানে প্রতিবাদের ভাষাও নিরবে গুম হয়ে যায়,
কালি ও কলমের মহিমায় থমকে যায় প্রেরিত প্রজ্ঞাপন
নিয়মের বেড়াজালে বন্দি কিংশুক কাসুন্দি ও বিবেক বোধ।

পথ ও পাথরে ভাগ্য ফেরে নাকি শুধুই বিড়ম্বনা বাড়ে ?
অনার্য আলোয় ভেসে যায় তিলোত্তমা নগরীর সভ্যতা,
সাবান ও শ্যাম্পুতে শুদ্ধ হয় না মন,অযথাই ঝর্ণার আলাপন
কর্পোরেট কথামালার মোড়কে মোহনীয় গাণিতিক বিভাজন
রোদ চশমায় যায় না চেনা সংস্কৃতির ষোলআনা কালচার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন