বিশেষ সংবাদদাতা, ধর্মশালা (ভারত) থেকে : চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়তে হয়েছিল। সেই ‘সাইড স্ট্রেইন’ নামের চোট এখনো পিছু ছাড়েনি মুস্তাফিজুর রহমানকে। গতকাল নেটে যখন বাকি বোলাররা যখন বোলিং করছেন, মুস্তাফিজ তখন একটা বল হাত নিয়ে দূর থেকে তা দেখছেন। অবশ্য রানিং-স্ট্রেচিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। এরপর ফিজিও আর ট্রেনারের সঙ্গে বেশ খানিকটা সময় কাটালেন। আনুষ্ঠানিকভাবে অবশ্য কিছু জানানো হয়নি। তবে বাংলাদেশ দলের নেট অনুশীলন থেকে বোঝায় যায় আজকের ম্যাচে খেলছেন না কাটার মাষ্টার। এমনকি প্রথম পর্বের পরো খেলায় মাঠের বাইরে থাকতে হতে পারে মুস্তাফিজকে। দলনেতা মাশরাফি হয়তো কৌশলগত কারণে এড়িয়ে গেলেন এই প্রসঙ্গÑ ‘মুস্তাফিজের চোট আছে, এটা তো পরিষ্কারই। ফিজিওর সঙ্গে বসতে হবে আমাদের। ফিজিও তাকে দেখছে। এই মুহূর্তে বলতে পারছি না।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন