স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া এশিয়া কাপ থেকে বাছাই করে সেরা এগারো জন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। একাদশে রয়েছে বাংলাদেশ দলের ৪ জন খেলোয়াড়। তারা হলেন ওপেনার সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ ও পেসার আল আমিন হোসেন। এই একাদশের নেতৃত্বে আছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দল থেকে রয়েছেন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও যসপ্রিত বুমরাহ। পাকিস্তান দল থেকে রয়েছেন শোয়েব মালিক ও মোহাম্মদ আমির। আর সংযুক্ত আরব আমিরাত থেকে রয়েছেন আমজাদ জাভেদ। তবে আশ্চর্যের বিষয় হল এই একাদশে নেই বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কান দলের কেই।
ইএসপিএন ক্রিকইনফো এশিয়া কাপ একাদশ : রোহিত শর্মা, সৌম্য সরকার, বিরাট কোহলি, সাব্বির রহমান রুম্মন, শোয়েব মালিক, মাহমুদুল্লাহ রিয়াদ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক-উইকেটরক্ষক), আমজাদ জাভেদ, মোহাম্মদ আমির, আল আমিন হোসেন, জাসপ্রিত বুমরাহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন