মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জয় দিয়ে শুরু জিম্বাবুয়ের

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে গতকাল যাত্রা শুরু করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। জয়ের মাধ্যমে সেই যাত্রা শুরু করল জিম্বাবুয়ে। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তারা হংকংকে হারায় ১৪ রানে। টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান হংকং অধিনায়ক তানভির আফজাল। ওপেনিংয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ব্যাট হাতে দারুণ শুরু এনে দেন দলকে। চার ও ছক্কা দিয়ে শুরু করেন ঠিকই কিন্তু ফিরতে হয় ১৩ বলে ২০ রান করে হাস্যকর রান আউটের শিকার হয়ে। এরপর নিয়মিত বিরতীতে উইকেট হারানোয় রানের গতিও কমে যায়। তবে এক প্রান্ত আগলে রেখে পঞ্চম উইকেটে ম্যালকম ওয়ালারকে (২৬) সাথে নিয়ে ৬১ রানের জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন সিবান্দা। এদিন ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ভুসি সিবান্দা। ৪৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করে আউট হন তিনি। তবে জিম্বাবুয়ের ১৫৮ রানের সংগ্রহে বড় অবদান রাখে শেষ দিকে এল্টন চিগুম্বুরার ১৩ বলে ৩০ রানের ইনিংস। ২টি করে উইকেট নেন দুই মিডিয়াম পেসার তানভির আফজাল ও আইজাজ খান। ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে হংকং। তবে এক প্রান্ত আগড়ে রাখেন ওপেনার জেমি অ্যাটকিনসন। রানের গতিও সচল ছিল তার কল্যানেই। দলীয় ১০৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে অ্যাটকিনসন ৪৪ বলে ৫৩ রান করে আউট হলে রানের গতি কমে যায়। এরপর অংশুমান রাঠ ৮ বলে ১৩ ও অধিনায়ক তানভির আফজাল ১৭ বলে ৩১ রান করেন বটে কিন্তু তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে থেমে যায় হংকংয়ের ইনিংস। দু’টি করে উইকেট নেন আইজাজ খান ও তানভির আফজাল। ম্যাচসেরা হন ভুসি সিবান্দা। একই মাঠে দিনের অপর ম্যাচে স্কটল্যান্ডকে ১৭১ রানের বড় লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারীত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে আফগানরা। ৩৯ বলে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মাদ শেহজাদ। ৫টি চার ৩টি ছয়ের মার ছিল তার ইনিংসে। অধিনায়ক আজগর স্তানিগজাই ৫০ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় উইকেট জুটিতে ১০.১ ওভারে ৮২ রান যোগ করেন তারা। স্কটিশদের হয়ে একটি করে উইকেট নেন ওয়াট, ডেভি ও ইভানস। পাঁচ বারের সাক্ষাতে আফগানস্তানকে একবারো হারাতে পারেনি স্কটল্যান্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন