বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

চিত্রিত বাংলাদেশ

এনামুল হক টগর | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আমার উৎফুল প্রার্থনার এই প্রিয় বাংলাদেশ
সুর্যের মতো হলুদ এক ক্ষুদ্র দ্বীপ
ফাগুনের বাতাসের মতো শান্ত প্রকৃতি
আকাশে নীল রং বনফুলের বৈচিত্র্য মেলা
এক চোখ ধাঁধানো বিষ্ময় চিত্রাবলী।
মধুর উদ্দীপক জুই ফুলের সুরভি শেফালীর ঘ্রাণ
হাজারও হেমন্ত বসন্ত শরতের পাখি কাশফুল
নক্ষত্রের জাগরণে প্রস্ফুটিত বৃক্ষরা খেলা করে
বৈশাখের ফুল থেকে গ্রীষ্মের পরিপক্ক সোনালি ফল
জ্ঞান ও আলোর রঙে বিচিত্র প্রকৃতির কোলাহল
স্বদেশের নৌকায় যেন মূল্যবান রতœ ভাসমান।
সময়ের পথে পথে দূরবর্তী শস্যক্ষেত
চাঁদের জ্যোৎস্নালোকিত করে মাটিকে প্রেম দেয়
আর প্রকৃতির গোপন রহস্যকে প্রকাশ করে
বসন্তের সৌরভ ও সুরভিত ফুলগুলোর মিলনে।
আকাক্সক্ষার আলোড়িত স্বপ্নগুলো নীরবতায় মনমুগ্ধ
নি®প্রভ হৃদয় থেকে ভোরবেলাকে কিরণ দেয়
মহত্ত্বের গৌরব ও উত্তরাধিকারের সম্মানে
আত্মার সৌন্দর্য ও সততার ভেতরই যেন বিচিত্র এই বাংলাদেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন