স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ৭৫ মিলিয়ন পাউন্ডের (৯৭ মিলিয়ন মার্কিন ডলার, ৮৫.৫ মিলিয়ন ইউরো) বিনিময়ে এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেরু লুকাকু। এবারের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে এখন পর্যন্ত যা সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। বৃটিশ ক্লাবগুলোর ইতিহাসেও এটা রেকর্ড সৃষ্টি করেছে। তবে বিশ্বব্যাপী ফুটবলারদের দলবদলের বাজারে এটি পঞ্চম সর্বোচ্চ। এই তালিকায় সবার উপরে পল পগবা। গত গ্রীষ্মকালীন দলবদলের বাজারে জুভেন্টাসের কাছ থেকে ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফরাসি মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছিল ম্যান ইউ। অর্থাৎ দলবদলের বাজারে ইংলিশ ও বৈশ্বিক দুই রেকর্ডই ওল্ড ট্রাফোর্ড ক্লাবটির দখলে। চলুন দেখে নেওয়া যাক এমনি রেকর্ড সৃষ্টিকারী শীর্ষ ট্রান্সফারগুলো।
বিশ্বব্যপী ৬টি রেকর্ড ট্রান্সফার
মিলিয়ন পাউন্ড খেলোয়াড় থেকে গন্তব্য সাল
৮৯ পল পগবা (ফ্রান্স) জুভেন্টাস ম্যানইউ ২০১৬
৮৬ গ্যারেথ বেল (ওয়েলস) টটেনহ্যাম রিয়াল মাদ্রিদ ২০১৩
৮০ ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) ম্যানইউ রিয়াল মাদ্রিদ ২০০৯
৭৫.৩ গঞ্জালো হিগুয়েইন (আর্জেন্টিনা) নাপোলি জুভেন্টাস ২০১৭
৭৫ লুইস সুয়ারেজ (উরুগুয়ে) লিভারপুল বার্সেলোনা ২০১৪
৭৫ রোমেলু লুকাকু (বেলজিয়াম) এভারটন ম্যানইউ ২০১৭
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন