স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোচের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ফুটবলার ও কোচ আবদুর রাজ্জাক। গত সোমবার নিজের পদত্যাগপত্রটি বাফুফের ডেভেলপমেন্ট কমিটিতে জমা দেন বলে জানান তিনি। কিন্তু ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি বাদল রায় অসুস্থ থাকায় পদত্যাগপত্রটি এখনো গৃহীত হয়নি বলে জানা গেছে।
রাজ্জাক বলেন, ‘বাফুফেতে স্বজনপ্রীতিতে ভরে গেছে। আদব কায়দার কোন নিয়মনীতিও নেই। এখানে অনেক ক্ষেত্রে সিনিয়র কোচদের চেয়ে বেশি মূল্যায়ন করা হয় জুনিয়রদের। অনেক ক্ষেত্রে অভিজ্ঞদের চেয়ে অনভিজ্ঞদের বেতন ভাতা বেশি দেয়া হচ্ছে। অবাক হলেও সত্যি যে, এখানকার কর্মচারীরা পর্যন্ত কোচদের উপর খবরদারী করেন। যা আমার ভালো লাগেনি। তাই পদত্যাগ করেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন