সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কাতারেও হার যুবাদের

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দেশের বাইরে প্রস্তুতিটা সুখকর হলো না বাংলাদেশ যুব দলের। ফিলিস্তিন যাত্রার আগে প্রস্তুতি ম্যাচে নেপালে স্বাগতিকদের বিপক্ষে হারের দু’দিন পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কাতার অনুর্ধ্ব-২৩ দলের কাছেও হেরেছে লাল-সবুজরা। বৃহস্পতিবার রাতে দোহায় অনুষ্ঠিত ম্যাচে কাতার ৩-০ গোলে হারায় বাংলাদেশকে। ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল করার পর ৩৯ মিনিটে ব্যবধান বাড়ায় কাতার। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও তারা আরও এক গোল আদায় করে নিলে হার নিশ্চিত হয় বাংলাদেশের। ম্যাচের ৬৩ মিনিটে কাতার তৃতীয় গোল করলে হতাশা ভর করে বাংলাদেশ শিবিরে। তবে চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা আর ম্যাচে ফিরতে পারেনি। এএফসির বাছাই পর্বকে সামনে রেখে এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো বাংলাদেশের যুবারা। গত মঙ্গলবার তারা নেপালের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল। আগামী ১৯ জুলাই ফিলিস্তিনে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। কাতারে আরও তিন দিন অনুশীলন করে ফিলিস্তিনের পথে পাড়ি দেবে কোচ অ্যান্ড্রেুা ওর্ডের শিষ্যরা। টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘ই’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষহচ্ছে তিন শক্তিশালী দল জর্ডান, তাজিকিস্তান ও স্বাগতিক ফিলিস্তিন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন