শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

স্বাধীনতা দিবস হকি শুরু

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ছয় দলের অংশগ্রহণে গতকাল শুরু হয়েছে ম অঞ্জন’স স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতার খেলা। এদিন মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অঞ্জনসের হেড অব মার্কেটিং মাহিন আহমেদ মোজাম্মল প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী দিনের প্রথম খেলায় নৌবাহিনী ১০-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। নৌবাহিনীর কৃষ্ণ কুমার ও মাইনুর তিনটি করে, রাসেল মাহমুদ জিমি দু’টি এবং রোমান সরকার ও দ্বিন ইসলাম একটি করে গোল করেন। পুলিশের হয়ে এক গোল শোধ দেন লালন। দ্বিতীয় ম্যাচে সেনাবাহিনী ৭-০ গোলের জয় পায় অ্যাজাক্স এসসি’র বিপক্ষে। বিজয়ী দলের মিলন হোসেন, আবদুল মালেক ও শুভ কুমার দু’টি করে এবং সিরাজুল ইসলাম একটি গোল করেন। খেলোয়াড় জটিলতায় এ আসরে অংশ নিচ্ছে না মোহামেডান, আবাহনী, ঊষা ও ঢাকা মেরিনারের মতো বড় ক্লাবগুলো। ফলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিকেএসপি ও অ্যাজাক্স ক্লাবকে নিয়েই আয়োজন করতে হচ্ছে এই টুর্নামেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন