শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

অলিম্পিক দলে নেইমারকে চান দুঙ্গা

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ব্যাপারটা কেমন জানি বিপরীতমুখী হয়ে গেল। কোপা আমেরিকার বিশেষ আসর ও রিও অলিম্পিক, দুটি আসরই বসবে চলতি বছরে কয়েক দিনের ব্যবধানে। মাঠের সময়সূচির সাথে পাল্লা দিয়ে দুই আসরেই দলের তারকা খেলোয়াড়দের পাওয়াটা হবে বেশ দুরহ। আর্জেন্টাইন কোচ জেরার্ড মার্টিনো আগেই বলে দিয়েছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে তিনি কোপা আমেরিকার দলে দেখতে চান। কিন্তু মেসির ক্লাব স্বতীর্থ নেইমারের ব্যাপারে এতদিন কিছুই নিশ্চিতভাবে জানায়নি ব্রাজিল কোচ। এবার জানা গেল ব্রাজিলিয়ান তারকাকে অলিম্পিক দলেই চান কোচ কার্লোস দুঙ্গা। বিষয়টি নিয়ে তিনি ব্রাজিল, বার্সেলানা ও নেইমার- তিন পক্ষেই আলোচনা করতে চান বলেও জানান।
শতবর্ষী উপলক্ষে কোপা আমেরিকার বিশেষ আসর বসবে যুক্তরাষ্ট্রে আগামী ৩ জুন। আর ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আগামী ৫ অগাস্ট শুরু হবে এবারের অলিম্পিক আসর। এর যে কোনো একটি টুর্নামেন্টের জন্য নেইমারকে পাওয়া গেলে দুঙ্গা কোপা আমেরিকার চেয়ে অলিম্পিকের দলেই ব্রাজিল অধিনায়ককে পেতে আগ্রহী। কারনটাও পরিষ্কার করলেন ব্রাজিলের একটি টিভি চ্যানেলকে। দ্বিতীয় দফায় জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়া এই সাবেক ফুটবলার বলেনÑ ‘বিষয়টা হলো, একটা পদক, যেটা ব্রাজিল কখনও জেতেনি এবং এবার আমরা নিজেদের মাঠে খেলতে যাচ্ছি; এজন্যই উত্তরটা হচ্ছে অলিম্পিক।’ বিশ্বকাপ জয়ী এই কোচ আরো যোগ করেনÑ ‘ক্লান্তিকর একটি মৌসুমের মধ্যে নেইমার আসবে যদিও শারীরিক ও মানসিকভাবে নিজেকে ফিরে পাওয়ার সময় সে পাবে। অবশ্য দুটো আসরেই তাকে পেলে ভালো হতো, তাই না?’ তবে এ বিষয়ে নেইমার, ব্রাজিল ও বার্সেলোনা তিন  পক্ষের সাথে আলোচনা করেই সমাধান খুঁজবেন বলে জানান দুঙ্গা। দলে নেইমারের গুরুত্ব সম্পর্কে ব্রাজিলিয়ান বলেনÑ ‘আমরা নেইমারের উপর নির্ভর করি। সেও খেলতে চাওয়ার কথা জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে বসতে যাচ্ছি। দেখা যাক, তিন পক্ষের জন্য কোনটা ভালো হয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন