শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফলোঅনে উত্তরাঞ্চল, নিয়ন্ত্রণ পূর্বাঞ্চলের হাতে

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বিসিবি উত্তরাঞ্চলের সামনে ফলোঅনের শঙ্কাটা উকি দিয়েছিল আগের দিনেই। একমাত্র ভরসা হিসেবে ব্যাটে ছিলেন নাঈম ইসলাম (৪৩)। কিন্তু গতকাল উত্তরের অধিনায়ক ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেননি। এদিন ফেরেন মাত্র ২ রান যোগ করেই। দলও গুটিয়ে যায় মাত্র ১৭৩ রানে। মোহাম্মাদ শফিউদ্দিন নেন ৫ উইকেট। ৪ উইকেট কামরুল ইসলাম রাব্বির নামে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেও বিপর্যয়ে পড়ে উত্তর। দলীয় ১০ রানে ২ উইকেট হারানোর পর সেই বিপর্যয় সামাল দেয় মাইশুকুর রহমান (৮৭*) ও ফরহাদ হোসেনের (৭৫) ১৬০ রানের জুটি। দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২০৮ রান। পূর্বাঞ্চলের চেয়ে এখনো ১১ রানে পিছিয়ে তারা।
কক্সবাজারের একাডেমির মাঠ যখন জয়-পরাজয়ের প্রহর গুণছে, পাশের শেখ কামাল স্টেডিয়ামে তখন ড্র’য়ের অভাস। প্রথম ইনিংসে ওয়ালটন মধ্যাঞ্চলের ৪২৫ রানের জবাবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল অল-আউট হয় ৩১২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ২ উইকেটে ১১২ রান সংগ্রহ করেছে মধ্যাঞ্চল। আগের দিন ৫০ রানে অপরাজিত থাকা দক্ষিণের ফরহাদ রেজা গতকাল আউট হন ৬১ রানে। এছাড়া তাইবুর ৫৮ ও মোসাদ্দেক করেন ৪৮ রান। মোহাম্মাদ শরীফ নেন ৩ উইকেট। মধ্যাঞ্চলের হয়ে মার্শাল আয়ুব অপরাজিত আছেন ৪২ রানে। সামসুর আউট হন ৬১ রান করে। ইতোমধ্যেই ২২৫ রানের লিড নিয়েছে তারা, হাতে ৮ উইকেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন