স্পোর্টস রিপোর্টার: ঢাকা সিটি করপোরেশন (উত্তর-দক্ষিণ) পাইওনিয়ার ফুটবল লিগে বড় জয় পেয়েছে পুরান ঢাকার দল বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। গতকাল তারা ইমনের হ্যাটট্রিকের সুবাদে হারিয়েছে লালবাগ তরুণ সংঘকে। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ৬-০ গোলের জয় তুলে নেয়। তাদের সামনে দাঁড়াতেই পারেনি লালবাগ তরুণ সংঘ। বিজয়ী দলের ইমন তিনটি, শান্তি দু’টি ও রাব্বী একটি করে গোল করেন। পল্টনস্থ আউটার স্টেডিয়ামে রিমনের হ্যাটট্রিকের সুবাদে বসুন্ধরা কিংস ৬-৪ গোলে হারায় নাছির ফুটবল একাডেমীকে। বাসাবো মাঠে লিগের অন্য ম্যাচে বাংলাদেশ বয়েজ ক্লাব ৩-২ গোলের জয় পায় মিরপুর স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টারের বিপক্ষে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন