স্পোর্টস ডেস্ক : অর্থ আত্মসাতের অভিযোগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট অ্যাঞ্জেল মারিয়া ভিলার লিওনাকে আটক করেছে সেদেশের পুলিশ। পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছ বিবিসি।
স্পেন জাতীয় দলের সাবেক ফুটবলার ভিলার ১৯৮৮ সাল থেকে দেশটির ফুটবল ফেডারেশনের সবচেয়ে বড় কর্তার আসনে বসে আছেন। স্প্যানিশ হাই কোর্ট রয়টার্সকে জানায়, দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। ৬৭ বছর বয়সী মি. ভিলার কিংবা তার আইনজীবী এ ব্যাপারে কোন মন্তব্য করেননি। উল্লেখ্য, কিছুদিন আগে এক অভিযানে তার ছেলে গোরকাকে আটক করে স্প্যানিশ পুলিশ।
ভিলারের আমলেই বিশ্বর অন্যতম ফুটবল পরাশক্তিতে পরিণত হয় স্পেন, রেকর্ড গড়ে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন