শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

অলিম্পিক ডে’রান

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী। তাই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এ দিনটিকে নানা আয়োজনে পালন করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যভূক্ত সংস্থা হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) প্রতি বছর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে অলিম্পিক ডে’রানের আয়োজন করে থাকে। তবে পবিত্র রমজান মাস এবং পরে ঈদুল ফিতরের কারণে নির্ধারিত ২৩ জুনের পরিবর্তে ২৮ জুলাই বাংলাদেশে অলিম্পিক ডে পালন করবে। এদির তারা ডে’রানের আয়োজন করবে।
দ্বিতীয় বিভাগ কাবাডি
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ কাবাডি ফেডারেশন ব্যবস্থাপনায় দ্বিতীয় বিভাগ কাবাডি লিগে গতকাল দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ঢাকা কাবাডি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আইডিয়াল ক্রীড়া চক্র দুইটি লোনাসহ ৩৪-১৯ পয়েন্টে হারায় নীলফামারীর দুহুলী খেলোয়াড় কল্যান সমিতিকে। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে কুমিল্লা স্পোটিং ক্লাব ৪৯-২৪ পয়েন্টের জয় পায় নারায়নগঞ্জ ক্লাবের বিপক্ষে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন