শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পাঁচ কোম্পানির শেয়ারের দাম নিয়ে তদন্ত কমিটি

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : পাঁচ কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। অস্বাভাবিক দাম বৃদ্ধির এই পাঁচ কোম্পানি হল- প্রকৌশল খাতের আজিজ পাইপস, জ্বালানি ও বিদ্যুত খাতের বাংলাদেশ ওয়েল্ডিং অ্যান্ড ইলেষ্ট্রোডস, খাদ্য ও আনুষঙ্গিক খাতের বিচ হ্যাচারি, ফু-ওয়াং ফুড এবং পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে ধারাবাহিকভাবে লোকসানে থাকা কিংবা উৎপাদন বন্ধ থাকা কিছু কোম্পানির শেয়ারের দামও সা¤প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে। এই দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানিগুলোর পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে জানানো হলেও দর বৃদ্ধির প্রবণতা থামেনি।
আজিজ পাইপস: তিন বছর ধরে লোকসানে থাকা এ কোম্পানির শেয়ারের দাম মাত্র ৩৫ কার্যদিবসে ৯০ শতাংশ বেড়েছে। গত ২৪ মে এই শেয়ারের দাম যেখানে ৬২ টাকা ৯০ পয়সা ছিল, সেখানে ১৬ জুলাই তা বেড়ে ১১৯ টাকা ৮০ পয়সায় ওঠে। প্রকৌশল খাতের এই কোম্পানি তিন বছর লোকসান দেখিয়ে আসার পর শেষ ৯ মাসে (২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের মার্চ) ১৮ লাখ টাকা মুনাফা দেখিয়েছে। কয়েক বছর শেয়ারহোল্ডারদের ল্যভাংশ দিতে না পারা আজিজ পাইপস পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত।
বাংলাদেশ ওয়েল্ডিং অ্যান্ড ইলেষ্ট্রোডস: জ্বালানি ও বিদ্যুত খাতের এই কোম্পানি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত সময়ে ৩ কোটি টাকা লোকসান দেখানোর পরও দাম বাড়ছে। গত ২ মে এই শেয়ারের দাম যেখানে ১২ টাকা ৪০ পয়সা ছিল ৯১ শতাংশ বেড়ে ২৯ জুন তা ২৩ টাকা ৭০ পয়সা হয়। পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত বাংলাদেশ ওয়েল্ডিং অ্যান্ড ইলেষ্ট্রোডসের শেয়ার বর্তমানে ১৯ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছে।
বিচ হ্যাচারি: খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ কোম্পানি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের মার্চের মধ্যে ১ কোটি ৪৫ লাখ টাকা লোকসান দেখিয়েছে। গত ২৬ এপ্রিল এই শেয়ারের দাম ছিল ১১ টাকা ৬০ পয়সা। ৯৭ শতাংশ বেড়ে ২ জুলাই তা ২২ টাকা ৯০ পয়সায় ওঠে। পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত বিচ হ্যাচারির শেয়ার বর্তমানে ১৯ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছে।
ফু-ওয়াং ফুড: পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত এ কোম্পানির শেয়ারের দাম মাত্র ৫০ কার্যদিবসে প্রায় ৭২ শতাংশ বেড়েছে। গত ৩০ এপ্রিল যেখানে এই শেয়ার ১৪ টাকা ৪০ পয়সায় বিক্রি হচ্ছিল, সেখানে তা বাড়তে বাড়তে ১৩ জুলাই ২৪ টাকা ৮০ পয়সায় ওঠে। খাদ্য ও আনুষঙ্গিক খাতের এই কোম্পানি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত সময়ে ৩ কোটি ৯৭ লাখ টাকা মুনাফা দেখিয়েছে। আগের বছর ১২ মাসে আট কোটি ৬১ লাখ টাকা মুনাফা দেখানো ফু-ওয়াং ফুডের শেয়ার বর্তমানে ২২ টাকা ৯০ পয়সায় লেনদেন হচ্ছে।
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং: পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের এ কোম্পানি শেষ ৯ মাসে (২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের মার্চ) এক কোটি ৯৮ লাখ টাকা লোকসান দেখিয়েছে। কিন্তু মাত্র ৪১ কার্যদিবসে এ শেয়ারের দাম বেড়েছে ৭২ শতাংশ। ২ মে এই শেয়ারের দাম ছিল ৭ টাকা ৫০ পয়সা। বাড়তে বাড়তে ৩ জুলাই তা ১২ টাকা ৯০ পয়সায় ওঠে। ‘জেড’ ক্যাটাগরির এ শেয়ার বর্তমানে ১১ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন