বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অলিম্পিক ডে রান র‌্যালি কাল

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে প্রতি বছর এদিনটিতে অনুষ্ঠিত হয় অলিম্পিক ডে রান। কিন্তু বাংলাদেশে এবার এ আয়োজনের ছন্দপতন ঘটেছে। রমজানের কারণে গেল ২৩ জুন অলিম্পিক ডে রান উদযাপন হয়নি বাংলাদেশে। তাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) অনুমোদনক্রমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) দিবসটি পালন করবে আগামীকাল। এক মাস পাঁচ দিন পর অনুষ্ঠিত হবে অলিম্পিক ডে রান। এদিন সকালে ঢাকায় ডে রানের প্রধান আকর্ষণ র‌্যালি অনুষ্ঠিত হবে। রাজধানী ছাড়াও বিভাগীয় ও জেলা শহরেও থাকছে র‌্যালিসহ নানা অনুষ্ঠান। বিওএ পরের দিনও কিছু কর্মসূচি রেখেছে। আগামীকাল সকাল ৭টায় রমনা টেনিস কমপ্লেক্স থেকে শুরু হয়ে ডে রান শেষ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চত্বরে। প্রতি বছরের মতো এবারও ডে রানে অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট ও সনদপত্র বিতরণের ব্যবস্থা করেছে বিওএ। ডে রানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এবং বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। র‌্যালি ছাড়াও দু’দিনব্যাপী কর্মসূচিতে আরও থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসুচী, সেমিনার এবং ‘খেলার মেলা অলিম্পিক’ নামের একটি বইরে মোড়ক উম্মোচন। পুরো আয়োজনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৯ লাখ ৩০ হাজার টাকা। এ আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে বিওএ’র পাশে থাকছে বেশ ক’টি প্রতিষ্ঠান। এবং বড় অংকের একটা অনুদান আসবে আইওসি থেকে। গতকাল অলিম্পিক ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহাবুব আরা গিণি, উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, আসাদুজ্জামান কোহিনুর ও কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন