স্পোর্টস রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে উদযাপিত হলো অলিম্পিক ডে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতি বছর বিশ্বের সব দেশেই ২৩ জুন পালিত হয় অলিম্পিক ডে রান। কিন্তু এবার বাংলাদেশে দিনটি পালনে ছন্দপতন ঘটেছে। রমজানের কারণে গেল ২৩ জুন অলিম্পিক ডে রান উদযাপন হয়নি এখানে। তাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) অনুমোদনক্রমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) দিবসটি পালন করছে গতকাল। এদিন রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও বিভাগীয় শহরে একযোগে উদযাপিত হয় অলিম্পিক ডে। দিবসটি উপলক্ষ্যে ঢাকায় সকাল সাড়ে ৭টায় অলিম্পিক ডে রানের র্যালি অনুষ্ঠিত হবে। র্যালীটি রমনা টেনিস কমপ্লেক্স থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরের মশাল গেইটে এসে শেষ হয়। ডে রানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। রাজধানী ছাড়াও দেশের সব বিভাগীয় ও জেলা শহরে ছিলো র্যালিসহ নানা অনুষ্ঠান। বিওএ পরের দিনও কিছু কর্মসূচি হাতে রেখেছে। র্যালি ছাড়াও দু’দিনব্যাপী কর্মসূচিতে আরও ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসুচী, সেমিনার এবং ‘খেলার মেলা অলিম্পিক’ নামের একটি বইরের মোড়ক উম্মোচন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন