স্পোর্টস রিপোর্টার : বছরের শুরু থেকে গলফ কোর্সে ছন্দ হারিয় ফেলা সিদ্দিকুর রহমান থাইল্যান্ড ক্ল্যাসিকেও ভালো শুরু করতে পারেননি। এশিয়ান ট্যুরের এ প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষে ৮১তম স্থানে আছেন বাংলাদেশের সেরা এই গলফার। বø্যাক মাউন্টেইন গলফ ক্লাবে গতকাল টুর্নামেন্টের প্রথম দিনে পারের সমান শট খেলেন সিদ্দিকুর। এ দিন ৩টি ‘বার্ডি’ করলেও একটি করে বোগি ও ডাবল বোগি করায় দিনের শেষটা ভালো হয়নি তার। সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার প্রাইজমানির থাইল্যান্ড ক্ল্যাসিকের প্রথম দিন শেষে পারের চেয়ে ৮ শট খেলে শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের পিটার ইউলাইন। এই টুর্নামেন্টের আগে ২০১৬ সালে আরও পাঁচটি প্রতিযোগিতায় খেললেও কোনোটিতেই তেমন কোনো সাফল্য পাননি সিদ্দিকুর। সবশেষ পার্থ ইন্টারন্যাশনালে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েন এশিয়ান ট্যুরে দুটি শিরোপা জেতা এই গলফার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন