শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফাহিমের হ্যাটট্রিকে আরামবাগের বড় জয়

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পাইওনিয়ার ফুটবল লীগে ফাহিমের হ্যাটট্রিকের সুবাদে বড় জয় পেয়েছে আরামবাগ ফুটবল একাডেমী। বৃহস্পতিবার বিজয় সরণির সামরিক জাদুঘর মাঠে তারা ৫-১ গোলে হারায় মঞ্জু ফুটবল একাডেমীকে। ফাহিম ছাড়াও রাজীব ও স›দ্বীপ একটি কওে গোল করেন। অন্যীদকে মঞ্জু ফুটবল একাডেমীর হয়ে এক গোল শোধ দেন সাগর। বাসাবো মাঠে জুরাইন ফুটবল একাডেমী ২-১ গোলে হারায় ড্রাগন ক্রীড়া চক্রকে। জয়ী দলের দিপক একাই দু’গোল করেন। পল্টনের আউটার স্টেডিয়ামে ইলু স্মৃতি সংসদকে ৩-০ গোলে হারায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। জয়ী দলের রিয়াজ উদ্দিন, সোহেল ও ফাহিম একটি করে গোল করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন