স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় জয় পেয়েছে বিকেএসপি ও বাংলাদেশ বিমান বাহিনী। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি ষ্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বিকেএসপি ৩-০ গোলে হারায় অ্যাজাক্স এসসিকে। বিজয়ীদের পক্ষে মো: মহসিন দু’টি ও তানজিম আহমেদ একটি করে ফিল্ড গোল করেন। একই ভেন্যুতে দ্বিতীয় খেলায় বিমান বাহিনী ৭-২ গোলের জয় পায় বাংলাদেশ পুলিশের বিপক্ষে। বিমান বাহিনীর পক্ষে খোরশেদ তিনটি, প্রসেনজিত দু’টি এবং মাহবুব ও শামিম মিয়া একটি করে গোল করেন। পুলিশের আসাদুজ্জামান চন্দন পেনাল্টি কর্ণার থেকে দু’টি গোল শোধ দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন