শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

২০২৮ অলিম্পিক লস অ্যাঞ্জেলসে

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ২০২৪ ও ২০২৮- টানা দুই অলিম্পিক আসরের স্বাগতিক দেশ বেছে নিতে গত জুনে ভোটা-ভোটির আয়োজন করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। অনেকগুলো দেশ স্বাগতিক হওয়ার ইচ্ছা পোষন করলেও এসময় উঠে আসে প্যারিস ও লস এঞ্জেলসের নাম। তবে কোন নগরী কোন আসর আয়োজন করবে তা তখন নির্ধারণ হয়নি। দুটি শহরই ২০২৪ সালের অলিম্পিক আয়োজনের তীব্র ইচ্ছা পোষন করতে থাকে।
হঠাৎ-ই ২০২৪ সালের আয়োজনের দাবি থেকে সরে এসেছে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস এঞ্জলস। ফলে উক্ত আসর আয়োজনে প্যারিসের আর কোন প্রতিদ্ব›দ্বী রইল না। ধারা অনুযায়ী পরের অলিম্পিক আসর অর্থাৎ ২০২৮ সালের আসরের আয়োজন করবে লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইওসি। এজন্য অবশ্য লস অ্যাঞ্জেলস অলিম্পিক আয়োজক কমিটি পাবে বাড়তি ১.৮ বিলিয়ন ডলার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন