সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

জাতীয় যুব মহিলা হ্যান্ডবল

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় ১২টি দলের অংশগ্রহনে আগামীকাল শুরু হচ্ছে জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা। আসরের অংশ নেয়া দলগুলো হলো- রাজশাহী, গোপালগঞ্জ, দিনাজপুর, নওগাঁ, নড়াইল, যশোর, বাগেরহাট, পঞ্চগড়, ঢাকা, কুষ্টিয়া, মাদারীপুর ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। উদ্বোধনী দিন ও রোববার অনুষ্ঠিত হবে গ্রæপপর্বের খেলা। ৭ আগস্ট হবে দুটি সেমিফাইনাল। পরের দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এবং ১০ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ছয় লাখ পঁচাশি হাজার টাকা। যার পুরোটাই দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। এছাড়াও অতিরিক্ত এক লাখ ছিয়াশি হাজার টাকা দেবেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন