স্পোর্টস রিপোর্টার : জাতীয় দল ও ঢাকার বিভিন্ন ক্লাবের ১৩ জন কোচকে নিয়ে শুরু হয়েছে স্কোয়াশ লেভেল-১ কোচিং কোর্স। বাংলাদেশ স্কোয়াশ অ্যান্ড র্যাকেটস ফেডারেশন ও এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে গতকাল গুলশান ক্লাবে চারদিন ব্যাপী এই কোচিং কোর্সটি পরিচালনা করছেন আয়ারল্যান্ডের ক্রিস্টোফার রোজ। যিনি বিশ্ব স্কোয়াশ ফেডারেশনের সার্টিফিকেটধারী কোচ। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলছে কোচিং কোর্সের কার্যক্রম। ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদের সহযোগিতায় অনুষ্ঠিত এই কোর্সে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, নৌবাহিনী, শাহীন স্কুল, গুলশান, ঢাকা, উত্তরা ও আমেরিকান ক্লাবের নয়জন এবং জাতীয় দলের চারজন স্বপন পারভেজ, শহীদুল ইসলাম, রাজু রাম ও মো. সুমন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন