শামীম চৌধুরী, ধর্মশালা (ভারত) থেকে : গতকাল সকাল থেকে ঝির-ঝির বৃষ্টি, তাতে পুরো মাঠ ঢেকে রেখেও হয়নি লাভ! ধর্মশালার আবহাওয়ার পূর্বাভাস এক সপ্তাহ আগেই রাঙিয়েছিল চোখÑযে পূর্বাভাসে নেদারল্যান্ডস-ওমানের ম্যাচটি নিয়ে তৈরি হয়েছিল আগে থেকেই শঙ্কা। ভুল হয়নি সে পূর্বাভাস। বৃষ্টি থেমে যাওয়ায় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর টসটা হলো ঠিকই, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েও মাঠে নামতে পারেনি ওমান। প্যাড পরে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে আইরিশ টপ অর্ডারদের প্রতীক্ষার অবসান হলো ১ ঘণ্টা ৫০ মিনিট পর। স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষিত হয়েছে। এমন ঘোষনায় বিষাদে ছেয়ে গেছে নেদারল্যান্ডস শিবির। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে প্রথম পর্বের বাধা পেরিয়ে সুপার টেন এ উঠেছে যে দলটি, এবার ১ ম্যাচ খেলেই বিদায় নিতে হলো তাদের। অন্যদিকে প্রথম ম্যাচে আইরিশদের হারিয়ে টি-২০ বিশ্বকাপে নিজেদের অভিষেকে স্মরনীয় জয়ে মেতে ওঠা ওমান নেদারল্যান্ডসের বিপক্ষে না খেলে ১ পয়েন্ট অর্জনে সে কি খুশি। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটি যে ফাইনাল হয়ে গেল তাদের। বৃস্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পরের ম্যাচকে ঘিরে দারুণ কিছুর স্বপ্ন দেখছে ওমান অধিনায়ক সুলতান আহমেদ।
ধর্মশালার আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকালও বৃষ্টিতে আক্রমণ করবে এখানে। ফলে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি যদি পরিত্যক্ত হয় এবং বাংলাদেশ-ওমানের শেষ ম্যাচটির পরিনতিও যদি একই হয় তাহলে নেট রান রেটের হিসাব নিকেশে বাংলাদেশ উঠে যাবে সুপার টেন এ। যেখানে আসরে কোন ম্যাচ না হেরেও বিদায় নিতে হবে ওমানকে। তবে আবহাওয়ার দিকে না তাকিয়ে ওমান অধিনায়ক ১৩ মার্চ বাংলাদেশের বিপক্ষে জয়ের হুংকারই দিয়েছেন। পরিত্যক্ত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একই কথা উচ্চারন করেছেন তিন তিনবার। প্রথমেই বলেছেনÑ‘আমরা আত্মবিশ্বাসী, অবশ্যই বাংলাদেশকে হারিয়ে দিতে পারব। অবশ্যই ওই ম্যাচে আমরা আমাদের সেরাটা খেলব।’
বৃস্টির শংকা আছে বলে বাংলাদেশের বিপক্ষে অলিখিত ওই ফাইনালে কার্টেল ওভারে ম্যাচ খেলতে হতে পারে, তার চ্যালেঞ্জটা নিয়েছেন লংকান লিজেন্ডারী দিলিপ মেন্ডিজ শিষ্যরা। সেটাই জানিয়েছেন ওমান অধিনায়ক সুলতান আহমেদÑ‘যদি বৃষ্টি হয়, কার্টেল ওভারের ম্যাচ খেলতে হবে। ১৪-১৫ ওভারের ম্যাচে কেমন ব্যাটিং করতে হবে, তা আমরা ভালই জানি। আমাদের যে লোয়ার অর্ডার আছে, তাদের পক্ষে ১৪০-১৪৫ রান চেজ করা সম্ভব।’ আয়ারল্যান্ডের বিপক্ষে অসাধ্য সাধনের লড়াইয়ে ওমানকে হাসিয়েছেন আমির আলি। ১৭ বলে ৩২ রানের ওই ইনিংসে ‘ওমানের গেইল’ খেতাবটা পেয়ে গেছেন এই লোয়ার অর্ডার।
বাংলাদেশের বিপক্ষে গেম প্লানের একটা অংশ জুড়ে থাকছে তামীম, সে কথাই জানিয়েছেন তিনিÑ‘তামীম এখন দারুণ ফর্মে আছেন, তার ব্যাটিংটা সেদিন দেখেছি।’
আইসিসি’র সহযোগী সদস্য দেশের স্বীকৃতিটা পেয়েছে ওমান মাত্র ২ বছর হলো। এই দু’ বছরে বদলে গেছে ওমানের ক্রিকেট। সম্প্রতি আয়ারল্যান্ড, স্কটল্যান্ডকে হারিয়ে এশিয়া কাপের প্রথম পর্বে আফগানিস্তানের মতো বড় দলকেও পর্যুদস্ত করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। পে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন