সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ছয় মাসের যুব গেমস

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশে যুব গেমস আয়োজন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন কমিটির বড় চ্যালেঞ্জ ছিল। তাই যুব বাংলাদেশ গেমস আয়োজনে বর্তমানে বেশ তৎপর বিওএ। এ ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট রাতে কুর্মিটোলা গফল ক্লাবে বিওএ’র নির্বাহী কমিটির সভায় এই গেমস নিয়ে ব্যাপক আলোচনা হয়। এ প্রসঙ্গে বিওএ’র উপমহাসচিব আশিকুর রহমান মিকু বলেন,‘আগামী অক্টোবর থেকে যুব বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনা আমাদের। একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু হবে এই গেমস। উপজেলা, জেলা, বিভাগ হয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে রাজধানীতে। টানা ছয় মাস চলবে যুব গেমস।’ গেমস আয়োজনের বাজেট নির্ধারণ হয়েছে ১৫ কোটি টাকা। বাজেটের অর্থায়ন সরকারী ও বেসরকারী খাত থেকে সংগ্রহ হবে বলে জানান মিকু। তার কথা,‘ গেমসের খরচ নির্বাহের জন্য সরকারী ও বেসরকারি উভয় পর্যায় থেকে অর্থ সংগ্রহ হবে। এই প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মহাসচিব আলোচনা করবেন।’
যুব বাংলাদেশ গেমসকে সামনে রেখে বিভিন্ন উপ-কমিটিও গঠন হয়েছে এই সভায়। বিওএ’র সহ-সভাপতি বাদল রায়কে করা হয়েছে গেমস কমিটির আহŸায়ক। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও তার প্রতি আস্থা রাখছে বিওএ। সভায় যুব বাংলাদেশ গেমসের নানা দিকসহ আসন্ন গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের ডিসিপ্লিন নিয়েও আলোচনা হয়। ২০১৪ গøাসগো কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স ও সাতার ভালো না করায় পরে এশিয়ান গেমসে এ দুই ডিসিপ্লিন বাদ পড়েছিল। এবারও অনেকটা সেই ফর্মূলায় কাজ করবে বিওএ। বিশ্বস্ত সুত্র জানায়, গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে কুস্তি, সাতার, অ্যাথলেটিক্স, ভারত্তোলনসহ আরও কয়েকটি ডিসিপ্লিন থাকলেও ওই আসরের পারফরম্যান্সের উপর নির্ভর করবে ডিসিপ্লিনগুলোর এশিয়ান গেমসে অংশগ্রহণ।
পাকিস্তান সফরে যাচ্ছে সেই শ্রীলঙ্কা!
স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসীদের হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার নিষিদ্ধই বলা চলে। মাঝখানে টাকার টানে জিম্বাবুয়ে ও আফগানিস্তান ক্রিকেট দল দেশটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সফর করলেও বড় কোন দল আর পাকিস্তান সফরে যায়নি। তবে পাকিস্তানিদের জন্য আশার বাণী হল আবার সেই শ্রীলঙ্কাকে দিয়েই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে। তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরের ইচ্ছা পোষণ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বললেন, ‘আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব আমরা। সেটার অন্তত একটা হলেও লাহোরে খেলতে চাই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন