বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ফের ডিএসইতে লেনদেন কমেছে

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ কমছেই। গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন কমেছে ২৮ দশমিক ০২ শতাংশ। এর ফলে সপ্তাহ শেষে ডিএসইর গড় লেনদেন ফের ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৪৩ কোটি ৩০ লাখ টাকা এবং সাপ্তাহিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৪৪৮ কোটি ৬৬ লাখ টাকা। গত সপ্তাহে লেনদেন হয়েছে ১ হাজার ৬১৪ কোটি ৬৪ লাখ টাকা ও সাপ্তাহিক গড় লেনদেন হয়েছে ৩২২ কোটি ৯২ লাখ টাকা। এ হিসাবে আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ২৮ দশমিক ০২ শতাংশ।
অপরদিকে গত সপ্তাহের মোট লেনদেনের ৯৪ দশমিক ৩৫ শতাংশ লেনদেন হয়েছে ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর। ১ দশমিক ৯০ শতাংশ লেনদেন হয়েছে ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ২ দশমিক ৯৭ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ০ দশমিক ৭৮ শতাংশ হয়েছে ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর মধ্যে।
এদিকে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১.৬৯ পয়েন্ট। সূচক বাড়ার এ হার ০.২৬ শতাংশ। গত সপ্তাহের শুরুতে ডিএসইর প্রধান সূচক ছিল ৪৪৭২ দশমিক ৮৪ পয়েন্ট। সপ্তাহশেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৮৪ দশমিক ৫৩ পয়েন্ট। আগের সপ্তাহে সূচক কমেছিল ৯৪ দশমিক ৭৩ পয়েন্ট।
গত সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে ৪ দিনেই সূচক বেড়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমলেও এরপর টানা ৪ কার্যদিবসেই সূচক বেড়েছে।
এদিকে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ সামান্য বেড়েছে। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল ৩ লাখ ১০ হাজার ৩৫৬ কোটি টাকা। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৭৭২ কোটি টাকায়। সপ্তাহ শেষে বাজার মূলধন বাড়ার হার ০ দশমিক ১৩ শতাংশ।
সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে রয়েছে বিএসআরএম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৪ কোটি ৭ লাখ ৮ হাজার টাকা। সপ্তাহের মোট লেনদেনের ৫ দশমিক ২১ শতাংশই লেনদেন হয়েছে এ কোম্পানিটির। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। ৭৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এ কোম্পানির। যা সপ্তাহের মোট লেনদেনের ৪ দশমিক ৮৭ শতাংশ। লেনদেনের তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার সপ্তাহজুড়ে ৫৬ কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑসিএমসি কামাল, কাশেম ড্রাইসেল, আমান ফিড, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন