শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেল্টেক্-এর বর্ষপূর্তি মেলা

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান শেল্টেক্ গতকাল সফলতার আঠাশ বছর পূর্তি পালন করেছে। এ উপলক্ষে (১২ মার্চ) থেকে শুরু হয়েছে (১২-৩১ মার্চ সকাল ৯:০০-বিকাল ৫:০০) শেল্টেক্ বর্ষপূর্তি মেলা ২০১৬। মেলা চলবে মিরপুরে শেল্টেক্-এর সর্ব বৃহৎ প্রকল্প শেল্টেক্ বীথিকা’য় (১১৪/১, দ্বিতীয় কলোনি, মাজার রোড, মিরপুর, ঢাকা)। ২৮ বছর পূর্তি উপলক্ষে, মেলায় অ্যাপার্টমেন্ট বুকিং দিলেই থাকছে ফ্রি ইন্টেরিয়র ডেকোরেশন। মেলায় ঢাকার বিভিন্ন লোকেশনে অ্যাপার্টমেন্ট এবং নিষ্কণ্টক রেডি জমি বিক্রয় করা হবে। এ উপলক্ষে গত ১০ মার্চ দুপুর ১২:০০ টায় শেল্টেক্ বীথিকা’য় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ। মূলবক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম. সেরাজ। এছাড়াও ভবন নিমার্ণের নিরাপত্তা সংক্রান্ত কারিগরি বিষয়সমুহ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পরিচালক ড. সামিয়া সেরাজ। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন