বিশেষ সংবাদদাতা : বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অবতীর্ণ হওয়ার আগে ধাক্কা খেতে হলো জিম্বাবুয়ে দলকে। সিরিজের তৃতীয় ম্যাচে ভিটরির বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ার আনিসুর রহমান এবং শরফদৌলা ইবনে শহীদ সৈকতের। ম্যাচ শেষে আনুষ্ঠানিক অভিযোগও এনেছেন তারা। ৭ বছর আগে বাংলাদেশের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে দূর্দান্ত অভিষেক, পর পর ২টি ওয়ানডে ম্যাচে ৫টি করে উইকেট! আলোচনায় উঠে আসা সেই ভিটরিকে এবার পড়তে হচেছ অতশী কাঁচের নীচে। নিয়ম অনুযায়ী, ১৪ দিনের মধ্যে আইসিসি স্বীকৃত কোনো ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ভিটরিকে। সেটির ফল না আসা পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন