আল মাহমুদ
ছোঁয়া
কোথায় যেন যাওয়ার কথা যাইনি আমি আর
আলো ছিল পথের উপর, এখন অন্ধকার।
পথ গিয়েছে রথের মেলায় আমার উপায় কি?
পথের মাঝেই দাঁড়িয়ে আছি ওগো রাজার ঝি।
গুল্ম গন্ধি তোমার শাড়ি বনবিটপির ঘ্রাণ
আকুল করে ব্যাকুল করে লুটালো সম্মান
গান বেঁধেছি এক তারাতে প্রাণের পাখি গায়
ওলো সোনার ডানার পালক আমার বুকে আয়।
লাগছে ছোঁয়া শীতলতার গীতলতার রেশ
যেন তোমার ভাঙা খোপার হাওয়ায় কাঁপা কেশ
কোথাও তবে পৌঁছতে হবে কোথায় তোমার ঘর
শঙ্খ নদীর বাঁক ঘুরেছি সামনে বিরাট চর।
না না এতো চর নয়গো তোমার নরম বুক
নরম বুকে মুখ ঘষছে আমার পরম সুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন