বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

বৃষ্টি-বিরহের পদাবলী

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

আল মাহমুদ

ছোঁয়া

কোথায় যেন যাওয়ার কথা যাইনি আমি আর
আলো ছিল পথের উপর, এখন অন্ধকার।
পথ গিয়েছে রথের মেলায় আমার উপায় কি?
পথের মাঝেই দাঁড়িয়ে আছি ওগো রাজার ঝি।
গুল্ম গন্ধি তোমার শাড়ি বনবিটপির ঘ্রাণ
আকুল করে ব্যাকুল করে লুটালো সম্মান
গান বেঁধেছি এক তারাতে প্রাণের পাখি গায়
ওলো সোনার ডানার পালক আমার বুকে আয়।
লাগছে ছোঁয়া শীতলতার গীতলতার রেশ
যেন তোমার ভাঙা খোপার হাওয়ায় কাঁপা কেশ
কোথাও তবে পৌঁছতে হবে কোথায় তোমার ঘর
শঙ্খ নদীর বাঁক ঘুরেছি সামনে বিরাট চর।
না না এতো চর নয়গো তোমার নরম বুক
নরম বুকে মুখ ঘষছে আমার পরম সুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন